শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৭:১৯ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসেলের উপর নির্ভর নয় কলকাতা, বললেন কার্তিক

স্পোর্টস ডেস্ক: চলমান আইপিএলে কলকাতাকে নাইট রাইডার্সকে একাই খাদের কিনারা থেকে জয় এনে দিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। রাসেল যেদিন ভালো করতে পারে না সেদিন দলও জয়ের মুখ দেখে না। তবে টানা পাঁচ ম্যাচে হেরে দলটির অধিনায়ক দীনেশ কার্তিক স্পষ্ট বলে দিয়েছেন কলকাতা রাসেল নির্ভর দল নয়।

এই কথার প্রেক্ষিতে তিনি সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতার পারফরমেন্সের উদাহরণ টেনেছেন। তিনি বিশ্বাস করেন ভালো বোলিং করলে এই সংগ্রহতেও জেতা সম্ভব ছিল। তিনি বলেন, ‘আমি মনে করি কলকাতা রাসেল নির্ভর এটা বলা অন্যায়। আজকে (রোববার) আমি মনে করি ১৬০ ভালো মানের স্কোর ছিল, যদি আমরা ভালো বোলিং করতাম। যদিও আজ আন্দ্রে মাত্র ১৫ রান করেছে। বাকিরা ভালো ব্যাটিং করেছে এবং এমন একটি স্কোর দাঁড় করিয়েছে, যা ডিফেন্ডেবল। কিন্তু সত্য হচ্ছে আমরা ভালো বোলিং করিনি। লাইটে উইকেট ভালো ছিল এবং দুইজন ভালো খেলোয়াড় জ্বলে উঠে খেলাটাকে সহজ করে দিয়েছে।’

রাসেল মাত্র ১৫ রান করে আউট হয়েছেন এই ম্যাচে। অবশ্য দলের অন্যরা মিলে ১৫৯ রানের বড় পুঁজি গড়েছিলেন। ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর দুর্দান্ত ব্যাটিংয়ে ৯ উইকেটের জয় পেয়েছে হায়দরাবাদ।

ফলে টানা ৫ ম্যাচে হারের স্বাদ পেয়েছে কলকাতা। টানা ম্যাচ হারলেও রাসেল প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে রান করেছেন। শুক্রবার বেঙ্গালুরুর বিপক্ষে ২৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে কলকাতাকে জয়ের অনেক কাছে নিয়ে গিয়েছিলেন। তবে জেতাতে পারেননি। ৭ নম্বরে ব্যাট করে ১০ ম্যাচে ৩৯২ রান করে আইপিএলের এবারের আসরে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় ৫ নম্বরে আছেন রাসেল। দুর্দান্ত ব্যাটিং করে কলকাতার ব্যাটিং অর্ডারে উপরের সারিতে খেলার দাবি জানিয়েছিলেন এই ক্যারিবিয়ান তারকা।

অবশ্য কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক জানিয়েছেন, রাসেলের পক্ষ থেকে এই জায়গায় ব্যাটিং করা নিয়ে কোনো অভিযোগ নেই। রাসেল এই জায়গাতেই ব্যাটিং করে খুশি। তার ভাষ্য, ‘ব্যাটিংয়ের জায়গা নিয়ে তার কাছ থেকে কোনো অভিযোগ নেই। আমি মনে করি সে যে জায়গায় খেলতে যাচ্ছে, এখানেই খুশি এবং দলে তার ভূমিকাটাও স্পষ্ট, যেটা সে অর্জন করার চেষ্টা করছে প্রতিবার ব্যাটিং করতে গিয়ে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়