শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৭:১০ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুফে নাস্তার লাইনেই দাঁড়িয়ে ছিল আত্মঘাতী হামলকারী (ভিডিও)

রাশিদ রিয়াজ : শ্রীলঙ্কার সিনামোন গ্রান্ড হোটেলের বিস্ফোরণটি ঘটানোর আগে আত্মঘাতী হামলাকারী সকালের বুফে নাস্তার জন্য সবার সঙ্গে লাইনে দাঁড়িয়েছিল। সে শ্রীলঙ্কার নাগরিক। খাবার নেওয়ার আগমুহূর্তে সে পিঠে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়।

রোববার খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে সিনামোন গ্র্যান্ড হোটেলে জড়ো হয়েছিলেন অসংখ্য পর্যটক। এরমধ্যেই বোমা হামলা চালানো হয় হোটেলটিতে। হোটেলের এক ম্যানেজার জানান, হামলাকারী ঘটনার আগের রাতে মোহাম্মাদ আজম নামে রেজিস্ট্রেশন করে। সকালে খাবারের প্লেট হাতে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি।

ইস্টার সানডের ছুটিতে হোটেলের রেস্টুরেন্টে স্বাভাবিকের চেয়ে বেশি ভিড় ছিল। সেখানে অনেকেই সপরিবারে এসেছিলেন। সকাল সাড়ে আটটার দিকে হামলাকারী লাইনের শেষ প্রান্তে উপস্থিত হন এবং খাবার দেওয়ার সময় বিস্ফোরণ ঘটান। হোটেল ম্যানেজার আরো জানান, আমাদের এক ম্যানেজার যিনি অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছিলেন, তিনিও ঘটনাস্থলেই মারা যান। বোমা হামলাকারীও সেখানে প্রাণ হারান। তার শরীরের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, পরে পুলিশ সেগুলো নিয়ে গেছে।

তিনি বলেন, এ হামলায় ২০ জনেরও বেশি গুরুতর আহত হন। আমরা তাদের ন্যাশনাল হাসপাতালে পাঠিয়েছি। হোটেলের অন্য কর্মকর্তারা জানান, হামলাকারী শহরে ব্যবসার কাজে এসেছিল বলে জানিয়েছিলেন। হোটেলের রেজিস্টারে তিনি যে ঠিকানা দিয়েছিলেন তা ভুয়া।

রোববার একই সময় সাংগ্রিলা ও কিংসবারি নামে আরো দু’টি বিলাসবহুল হোটেলে বোমা হামলা চালানো হয়। এছাড়া ইস্টার সানডের প্রার্থনাকালে তিনটি গির্জাতেও হামলা করা হয়।

কর্তৃপক্ষ বলছে, বোমা বিস্ফোরণে নিহত ৩৫ বিদেশি নাগরিকের মধ্যে বেশিরভাগই হোটেলগুলোতে ছিলেন। তবে, কারা এ হামলা করেছে তা এখনো জানাতে পারেনি দায়িত্বশীলরা। রোববার (২১ এপ্রিল) সকালে শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৯০ জন নিহত এবং আহত হয় প্রায় ৫০০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়