শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৭:১৪ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল ও উজবেকিস্তান থেকে দুই বিদেশিকে কিনলো সাইফ স্পোর্টিং

নিজস্ব প্রতিবেদক : গত শনিবার শেষ হয়েছে চলতি প্রিমিয়ার লিগের প্রথম পর্ব লেগ। দ্বিতীয় লেগ মাঠে গড়ানোর আগে নতুনভাবে দল গড়তে শুরু করেছে ক্লাবগুলো। ইতিমধ্যে খেলোয়াড়দের নিবন্ধন করার উইন্ডো শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। এই উইন্ডোর শুরুর দিনই চমক দেখিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। আক্রমণ বাড়াতে দলে ভিড়িয়েছে দুই বিদেশি ফুটবলারকে।

গতকাল রোববার নতুন দুই ফুটবলারের সঙ্গে চুক্তি সেরেছে সাইফ স্পোর্টিং ক্লাব। একজন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেসান্দ্রো পাদোভানি সেলিন অন্যজন উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক জাকিরভ। রোববার ক্লাবের প্রধান কার্যালয়ে এই দুই ফুটবলারের চুক্তি সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী ও প্রধান কোচ জোনাথন ম্যাকেন্সট্রি।

কানাডিয়ান কর্দোবা যাওয়ার পর থেকেই বিদেশি খেলোয়াড়ের সন্ধান করছিলো সাইফরা। রক্ষণের শক্তি বাড়াতে রুয়ান্ডার জাতীয় দলের ডিফেন্ডার এমিরি বায়েসেঙ্গের সঙ্গে জানুয়ারিতেই চুক্তি সেড়েছে ক্লাব। এর মধ্যে জোনাথন কর্দোবা ও কোরিয়ান পার্ক সিউং দল থেকে ছিটকে গেলে নতুন আরও দুই ফুটবলারের খোঁজ করছিলো ক্লাব। দলে কলম্বিয়ান ড্যানিয়ে আন্দ্রেস ও রাশিয়ান ড্যানিশ বলশাকভের সঙ্গে নতুন যোগ হচ্ছেন সেলিন ও ওটাবেক।

প্রথম লেগের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধাকে ২-০ গোলে হারিয়ে টেবিলের চারে অবস্থান করছে সাইফ। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট তাদের। এখন লিগের মধ্যবর্তী সময়ে নতুন দুই ফুটবলারকে দলে ভেড়িয়ে আক্রমণ ভাগকে শক্তিশালী করতে চায় ক্লাবটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়