শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৫:২১ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের আগে টাইগারদের অনুশীলন ক্যাম্পের সূচি প্রকাশ করলো বিসিবি

নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ মে আয়ারল্যান্ডে ত্রিশেীয় সিরিজ ও ৩০ মে ইংল্যান্ডে বিশ্বকাপকের গুরুত্বপূর্ণ সূচিকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে আজ সোমবার থেকে। মাঝখানে দুই দিন বিরতি থাকলেও ক্যাম্প শেষ হবে আগামী ২৯ এপ্রিল।

গতকাল রোববার টাইগারদের অনুশীলন ক্যাম্পের সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, ২২ থেকে ২৫ মে অনুশীলনের পর ২৬ ও ২৭ মে বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা।

ক্যাম্পের প্রথম ২ দিন ২২ ও ২৩ মে অনুশীলন শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে, চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। ২৪ এপ্রিল সকাল ৯টায় শুরু হলেও পরদিন ২৫ এপ্রিল আবারও অনুশীলন শুরু হবে সাড়ে ৯টায়, দুইদিনই শেষ হবে আগের সময়েই।

২৬ ও ২৭ এপ্রিলের বিশ্রাম শেষে ২৮ এপ্রিল সকাল সাড়ে ৮টায় প্রস্তুতি শুরু করবে দল, যা শেষ হবে বিকাল সাড়ে ৪টায়। ক্যাম্পের শেষদিন সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হবে অনুশীলন।

গত ১৬ এপ্রিল বিশ্বকাপ এবং আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেন নির্বাচকরা। বিশ্বকাপে অধিক মনোযোগ রেখেই ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে মাশরাফি-মুশফিকদের প্রস্তুতি। প্রথমদিন সকাল ৯টার মধ্যেই জাতীয় দলে ডাক পাওয়া সকল ক্রিকেটারকে স্টেডিয়ামে উপস্থিত হতে হবে।

বিরতিসহ ৮ দিনব্যাপী এই প্রস্তুতিপর্বের প্রথম দিনে মিরপুর স্টেডিয়ামের ইনডোরে ফিটনেস নিয়ে কাজ করবেন কোচিং স্টাফ ও ক্রিকেটাররা। ফিটনেস টেস্ট শেষে ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে অনুশীলন করারও সুযোগ পাবেন। জাতীয় দলের বাইরের কোনো ক্রিকেটার আজ থেকে মিরপুরের ইনডোরে অনুশীলনের সুযোগ পাবেন না।

উল্লেখ্য, অনুশীলন ক্যাম্প শেষে আগামী ২৯ এপ্রিল আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। আগামী ৫ মে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ শেষ হবে ১৮ মে। এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে ডাবলিনে, সিরিজের আরেক সফরকারী দল উইন্ডিজের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়