শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৩:১৯ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে বন্দুকযুদ্ধে মাদকবিক্রেতা গুলিবিদ্ধ, আহত ২ পুলিশ

নুরনবী সরকার, লালমনিরহাট : জেলার কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম রফিক (৩২) নামে এক মাদকবিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছে দুই পুলিশ সদস্য।

রোববার (২১ এপ্রিল) রাতে উপজেলার  কাকিনা কাজিরহাটের গোপাল রায় এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রফিক লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি গ্রামের হাবিবুর রহমান হাবুর ছেলে।

কালীগঞ্জ থানার এসআই বাদল কুমার মণ্ডল জানান, উপজেলার কাকিনার সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১টি মোটরসাইকেল ও ১০০ পিস ইয়াবাসহ রফিককে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে মাদক উদ্ধারে উত্তর গোপাল রায় এলাকায় গেলে রফিকের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে আহত হন এএসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল মোশারফ হোসেন।  এ সময় পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে বকুলের দুই পায়ে লাগে। পরে তাকে গ্রেফতার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি হাসুয়া ও লাঠি উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি  আরজু সাজ্জাদ বলেন, মাদক বিক্রেতা রফিকের নামে  ৬টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়