শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০২:৫২ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষে থাকা চেন্নাইকে এক রানে হারালো শেষে থাকা ব্যাঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক: চলমান আইপিএলে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দশ ম্যাচ খেলে নিজেদের তৃতীয় পেলো শীর্ষে অবস্থান করা দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। শেষে কিনা রোববার বিরাট কোহলির কাছে এক রানে ‘পা কাটল’ মহেন্দ্র সিং ধোনির। দু’দলের প্রথম দেখায় বাজে ভাবে হারে ব্যাঙ্গালুরু।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতে ঘরের মাঠে স্বাগতিক দল খুব একটা সুবিধা করতে পারেনি। নির্ধারিত ২০ ওভার শেষে ১৬১ রান জড়ো হয় ৭ উইকেট হারিয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান আসে পার্থিব পেটেলের ব্যাট থেকে। এছাড়া মঈন আলী ২৬, এবি ডি ভিলিয়ার্স ২৫ ও অক্ষদ্বীপ নাথ ২৪ রান করেন। চেন্নাইয়ের পক্ষে দীপক চাহার, রবীন্দ্র জাদেজা ও ডোয়াইন ব্রাভো একটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নামা চেন্নাই দলীয় ৬ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বসে। প্রতিরোধ গড়ে তোলার বদলে ব্যাটসম্যানরা দ্রুত সাজঘরে ফেরার মিছিলে নামেন। দলীয় রান ২৮ এ পৌঁছতেই ৪ উইকেট হারায় দলটি। এরপর আম্বাতি রাইডুকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক ধোনি। রাইডু ২৯ রান করে বিদায় নিলেও ধোনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তবে যোগ্য সঙ্গের অভাবে দলের জয় নিশ্চিত করতে পারেননি। ৪৮ বলে ধোনির ৮৪ রানের ইনিংসটিও তাই কোনো কাজে আসেনি। যদিও জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। শেষদিকে মারকুটে ব্যাটিং করে শেষ বলে ২ রান প্রয়োজন- এমন সমীকরণ সামনে নিয়ে আসেন ধোনি। যদিও শেষ বলে রান নেওয়ার বদলে তিনি আউট হয়ে যান। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারানো চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ১৬০ রান। এতে বেঙ্গালুরু জিতে মাত্র ১ রানের ব্যবধানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়