শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৯:২৭ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় হতাহতদের মধ্যে বাংলাদেশীসহ ২৭ জন বিদেশি

সালেহ্ বিপ্লব : শ্রীলঙ্কায় চার্চ ও হোটেলে সিরিজ বোমা হামলায় হতাহতদের মধ্যে কমপক্ষে ২৭ জন বিদেশি রয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশ, ভারত, ব্রিটেন, ডেনমার্ক, তুরস্ক ও হল্যান্ডের নাগরিক। বিবিসিএনডিটিভি

নিহতদের তালিকায় রয়েছে বাংলাদেশি শিশু জায়ান। তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়েছেন। প্রিন্স সংসদ সদস্য শেখ সেলিমের জামাতা। শেখ সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই।

নিহতদের মধ্যে তিনজন ভারতীয় রয়েছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। মন্ত্রী টুইটে লেখেন,  ন্যাশনাল হসপিটাল ভারতীয় হাই কমিশনকে জানিয়েছে, নিহত তিন জন হলেন লক্ষ্মীনি, এন চন্দ্রশেখর এবং রমেশ। বাকি তথ্য জানার কাজ  শুরু করেছি আমরা।

সুষমা স্বরাজ আরো লিখেছেন, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীকে তিনি জানিয়েছেন ভারত সব রকমের সাহায্যের জন্য  তৈরি। আহতদের জন্য ওষুধ দরকার হলে তাও পাঠাতে পারে ভারত। পাশাপাশি ভারতীয়দের জন্য শ্রীলঙ্কার  হাই কমিশন সমস্ত ব্যবস্থা করে রেখেছে  বলেও জানান সুষমা।

এদিকে, শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ ব্রিটিশ নাগরিক রয়েছেন বলে তারা নিশ্চিত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়