শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০২:৫৩ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার বাংলাদেশ-আরব আমিরাতের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বঙ্গমাতা গোল্ডকাপ

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-আরব আমিরাতের ম্যাচ দিয়ে শুরু হবে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপের প্রথম আসর। দু'দলই খেলবে ‌‘বি’ গ্রুপ থেকে। মাঠে নামার আগে বাংলাদেশকে শক্তিশালী বললেও নিজেদের পিছিয়ে রাখছে না আরব আমিরাত।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার মার্কিন ডলার ও রানার্সআপ দলকে ১৫ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপের তিন দল মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আছে আরব আমিরাত ও কিরগিজস্তান। রোববার কোচদের নিয়ে হওয়া সংবাদ সম্মেলনে উঠে এলো বাংলাদেশকে নিয়ে বাকি কোচদের ভাবনা।

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে আরব আমিরাতকে তিনবার হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সর্বশেষ ২০১৮ সালে দল জিতেছিল ৭-০ ব্যবধানে। আগের দুটি জয় ৬-০ (২০১৪ সাল) ও ৪-০ (২০১৬ সাল) গোলে। তবে আরব আমিরাত কোচ হুরাইরা আল তাহেরি পরিসংখ্যানকে খুব একটা পাত্তা দিচ্ছেন না।

‘আমরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। আমাদের জন্য বড় কিছু হতে যাচ্ছে। আশা করি আমরা ভালো ফল পাব। বাংলাদেশ শক্তিশালী কিন্তু আমি মনে করি, আমার দলই ফেভারিট।’

আগের দিনের সংবাদ সম্মেলনে বঙ্গমাতা গোল্ড কাপ স্মরণীয় করে রাখার ঘোষণা দেওয়া বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনেরও দাবি তার দল ফেভারিট। ‘এই মেয়েদের অতীতের খেলাগুলো এবং ম্যাচের ফলগুলো যদি দেখেন…..বাংলাদেশ অবশ্যই ফেভারিট।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়