শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০২:০৭ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোববার থেকে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক : দেখতে দেখতে দোর গোড়ায় চলে এসেছে ২০১৯ ক্রিকটে বিশ্বকাপের আসর। ইতিমধ্যে দল ঘোষণার কাজ সেরে ফেলেছে অধিকাংশ দলই। এবার শুরু প্রস্তুতির। বাংলাদেশ দল তাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবে আগামীকাল রোববার থেকে।

আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হবে। ইতিমধ্যে জাতীয় দলের কোচিং স্টাফরা ছুটি থেকে ফিরেছেন। তবে পুরোদমে ক্যাম্প শুরু হতে আরও এক সপ্তাহ সময় লাগবে।

ঢাকা প্রিমিয়ার লীগ শেষ হয়নি। ২৩ তারিখ সুপার লীগের শেষ রাউন্ডের খেলা শেষ হবে। এরপর দুই একদিনের বিশ্রামের পর ক্যাম্পে যোগ দিবে গত দুই মাস টানা খেলার মধ্যে থাকা ক্রিকেটাররা। যার কারণে প্রধান কোচ স্টিভ রোডসের পূর্ব পরিকল্পনায় বদলাতে হয়েছে।

রবিবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সাংবাদিকদের বলেছেন, ‘এটা এই মুহূর্তে বলা মুশকিল কিন্তু প্রিমিয়ার লীগ শেষ হবে ২৩ তারিখ। সেই হিসেবে কোচেরও পরিকল্পনায় একটু পরিবর্তন করতে হয়েছে।

‘২৮-২৯ তারিখে পুরো দল এক সাথে অনুশীলন করবে। প্রিমিয়ার লীগ শেষ করার পর এক দুই দিনের বিশ্রামের ব্যাপার আছে। কোচ ওইভাবে পরিকল্পনা করছে। কাল বাকি প্লেয়ার যারা খেলি নি ওরা অনুশীলন করবে। ২৩ তারিখেও ওরা অনুশীলন করবে।‘

ক্যাম্পের প্রথম দিন থেকে থাকছেন না আইপিএল খেলতে ভারতে অবস্থান করা সাকিব আল হাসানও। জানা গেছে, সাকিব ২৩ এপ্রিল ঢাকায় ফিরবেন।

এছাড়া প্রিমিয়ার লীগের সময় বিশ্রামে থাকা মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবালদের প্রথম দিন থেকেই অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়