শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ১২:৪১ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাটমোহরে ৪০ হাজার মানুষের ভরসা নিজেদের টাকায় নির্মিত নড়বড়ে বাশের সাকোঁ

ফাহিম বিজয় : পাবনার চাটমোহর উপজেলার ১২ টি গ্রামের চল্লিশ হাজার মানুষের একমাত্র ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে গুমানি নদী পার হতে হয় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের। এছাড়া, সিরাজগঞ্জের শাহজাদপুরে হুড়াসাগর নদীতে ব্রিজ থাকলেও নেই কোন সংযোগ সড়ক। তিন বছর ধরে পড়ে আছে পরিত্যাক্ত অবস্থায়। ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। বর্ষার আগেই সংযোগ সড়কের দাবি স্থানীয়দের। চ্যানেল২৪

নিজেদের টাকায় তৈরি এই বাঁশের সাঁকোর দুই পাড়ে রয়েছে স্কুল মাদ্রাসাসহ হাটবাজার এবং কমিউনিটি ক্লিনিক। ফলে প্রতিদিনই এই সাঁকো পার হতে হয় কোমলমতি শিক্ষার্থীসহ হাজারো মানুষের। বর্ষার দিনে সাঁকো পার হতে গিয়ে দুর্ঘটনাও ঘটে অনেক। মাঠের ফসল বাড়িতে নিয়ে যেতে ভোগান্তির শেষ নেই কৃষকের। গুমানি নদীর উপর দ্রুত ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্রিজ থাকলেও নেই সংযোগ সড়ক। দুই বছর আগে হুড়াসাগর নদীর উপর এই ব্রিজটি নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। কিন্তু সংযোগ সড়ক না থাকায় ভোগান্তির শেষ নেই ডায়া, টোপপাড়া, রায়পুরসহ ৫টি গ্রামের ১০ হাজার মানুষের। প্রকল্প কর্মকর্তার দাবি, ব্রিজ নির্মাণের সময় সংযোগ সড়ক করা হলেও বন্যায় দুপাশের মাটি সরে গেছে।

নিজ উদ্যোগে সেতুর দুপাড়ে বাঁশের সাঁকো নির্মাণ করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়