শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ১০:৪১ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটার হবে হিজড়ারা, সম্পত্তি প্রাপ্তিতে ধোঁয়াশা

ইউসুফ আলী বাচ্চু: প্রথমবারের মতো নারী ও পুরুষের পাশাপাশি ‘হিজড়া’ পরিচয়ে ভোটার হওয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। এতদিন হিজড়াদের নারী বা পুরুষ পরিচয়ে ভোটার তালিকায় নিবন্ধিত হতে হতো। তবে, হিজড়া পরিচয়ে ভোটার হলে, তারা মা-বাবার সম্পত্তির অংশ কিভাবে বা কতটুকু পাবেন তা নিয়ে রয়েছে গেছে ধোঁয়াশা।

এ প্রসঙ্গে ইসি সচিব হেলালুদ্দীন জানান, এবার হালনাগাদের সময় হিজড়া পরিচয়ে ভোটার হতে পারবেন তৃতীয় লিঙ্গের নাগরিকরা। ভোটার নিবন্ধন ফরমে ‘লিঙ্গ পরিচয়’ অপশনে নারী, পুরুষের পাশাপাশি হিজড়া রাখা হয়েছে। ইতোমধ্যে যারা নারী বা পুরুষ হিসেবে ভোটার হয়েছেন, তারা তথ্য পরিবর্তন করে হিজড়া পরিচয়ে ভোটার হতে চাইলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সনদ লাগবে। এছাড়া হিজড়া সম্প্রদায়ের জন্য আলাদা ভোটার তালিকা তৈরি করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

দেশে প্রচলিত ফরায়েজি আইন অনুযায়ী ছেলে মেয়ের দ্বিগুণ সম্পত্তি পায়। হিজড়াদের হিসেবে সম্পদের ভাগ কি ভাবে হবে জানা নেই। তবে জন্মের পর পৌরসভা বা ইউনিয়ন পরিষদে অথবা সিটি করপোরেশনে ছেলে বা মেয়ে হিসেবে নিবন্ধিত হয়ে থাকলে আইন অনুযায়ী তিনি সম্পত্তি পাবেন।

হিজড়ারা যদি হিজড়া হিসেবে ভোটার হন সেক্ষেত্রে মা-বাবার সম্পত্তি প্রাপ্তিতে কোনো জটিলতা হবে কি না? জানতে চাইলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, সেতো তার বাবার নাম, মাতার নাম লিখবে। সুতরাং হিজড়া হলে সেতো সন্তান, সন্তান হিসেবে উত্তরাধিকার যেগুলো পাবে বাংলাদেশের যে বিদ্যমান আইন আছে তাতে বাধা হয়ে দাঁড়াবে না।

ছেলে ও মেয়েরা সম্পত্তি কতটুকু পাবে তা নির্ধারণ করা আছে। হিজড়ারা সম্পত্তির অংশ পাবে বা ভাগাভাগিটা কিভাবে হবে জানতে চাইলে তিনি বলেন, হিন্দু আইন বা ফরায়েজি আইন যখন প্রণয়ন করা হয়, তখন কিন্তু হিজড়ারা স্বীকৃতি পায়নি। এক্ষেত্রে সরকার বিষয়টি নিশ্চয় বিবেচনায় নেবে।

এ বিষয়ে ইসির কোনো সুপারিশ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, হিজড়াদেরকে ভোটার করার বিষয়টি আপনারাও আমাদেরকে মনে করিয়ে দিয়েছিলেন। এটাও একটা ভালো পয়েন্ট। আমরা দেখি-আইন মন্ত্রণালয়ে একটা প্রস্তাব দিতে পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়