শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ১০:৩৭ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামার চিকিৎসার জন্য খাবার বিক্রি করে চলছে অর্থ সংগ্রহ

আসিফ হাসান কাজল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আই ই আর (ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ) ৪র্থ বর্ষের ছাত্রী ফারজানার মামার চিকিৎসার জন্য খাবার বিক্রি করে অর্থ সংগ্রহ চলছে। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে শত শত শিক্ষার্থী খাবার কিনে খেয়েছেন। ডাকসু সহ সভাপতি নূরুল হক নুরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে এসেছেন ফারজানার মামার চিকিৎসার সহযোগিতায়।

ঢাবি ছাত্র মাহফুজ হক সরকার বলেন, নিজ অনুষদের ছোট বোনের মানবিক আবেদনে সকলেই এগিয়ে এসে সহযোগিতা করেছে যা সত্যিই প্রশংসনীয়। সহযোগিতা ছাড়াও শিক্ষার্থীরা এখানকার খাবারের মান, স্বাদ ও মূল্য নিয়েও তাদের সন্তুষ্টির কথা জানান।

জেরিন ফারজানা জানান, তিন দিন খাবার বিক্রি করে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় এখন পর্যন্ত ২ লাখ ৪০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। আর অল্প কিছু টাকা সংগ্রহ করা গেলেই মামার চিকিৎসা ব্যয়ের অর্থ নিয়ে আর সমস্যা থাকবে না।

ডাকসু ভিপি নুরুল হক নুরু বলেন, গতকাল রাতে আমিসহ ১০ জন শিক্ষার্থীকে নিয়ে খেয়ে এসেছি। ডাকসু থেকে কোন আর্থিক সহযোগীতা করার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে নুরু জানান, ফারজানার সাথে আমার কথা হয়েছে। সরাসরি আর্থিক সাহায্য নিতে সে অস্বীকৃতি জানিয়েছে। ছাত্রসংসদের পক্ষ থেকে প্রতিটি হল সংসদের নেতাদের অর্থ সহায়তার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ১৭ হাজার টাকা ফারিজানার হাতে তুলে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়