শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ০৯:১২ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্ধারিত সময়ের আগেই এগিয়ে যাবে বাংলাদেশ, বললেন জুনায়েদ আহমেদ পলক

ইউসুফ বাচ্চু : তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন মানুষের সেবা করার সুযোগ পাবে এবং সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে যতদিন আইসিটি সেক্টর থাকবে ততদিন তরুণরা নির্ধারিত সময়ের আগে এগিয়ে যাবে।

শনিবার দুপুরে হোটেল সোনাগাঁওয়ে ‘বিজনেস প্রোসেসিং আউটসোর্সিং (বিপিও) চতুর্থ সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পলক বলেন, আমাদের অনুষ্ঠানের সময় ছিল সকাল ১০টা কিন্তু প্রধান অতিথি এসেছেন ১৫ মিনি আগে, আমরা অনুষ্ঠানও শুরু করেছি ১০ মিটিন আগে। আর এভাবেই আওয়ামী লীগের হাত ধরে নির্ধারিত সময়ের আগেই এগিয়ে যাবে বাংলাদেশ।

আওয়ামী লীগ সরকারের আমলে বিপিও সেক্টর শুরু হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, লাইসেন্সসহ বিপিও’র সকল কাজ শুরু হয় ২০০৯ সালে। তখন মাত্র ৩শ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠানটি। আজকে আমরা গর্বিত যে, এই প্রসেসের মাধ্যমে প্রায় ৫০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে, তরুণদের কর্মসংস্থান হয়েছে আউট আউটসোর্সিংয়ের মাধ্যমে। এখানে শুধু বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানই নয়, ইউরোপ, আমেরিকাসহ অনেক প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা গ্রহণ করছে। বাংলাদেশের তরুণরা প্রমাণ করেছে, তারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারে।

তিনি বলেন, সবাই মিলে সরকারের যে ভিশন, তা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান নিশ্চিত কতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। প্রথমত পলিসি সাপোর্ট, একটি দেশ যদি তার পলিসি সাপোর্ট না দেয়, কখনই বেসরকারি খাত বিকশিত হয় না। আজকে যে আইসিটি সেক্টরের উন্নয়ন হয়েছে, তা এমনি এমনি হয়নি। এজন্য ইলেক্ট্রিসিটি, ইন্টারনেট, একোমোডেশন, পলিসি এবং হিউম্যান রিসোর্সে ৫টি বিষয় সরকার যদি নিশ্চত করতে না পারে, তাহলে কিন্তু বিপিও সেক্টর এগিয়ে যেতে পারে না।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) আয়োজিত বিপিও সামিটের চতুর্থ আসরের উদ্বোধনী দিনে এসেছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, ডাক ও টেলিকম সচিব অশোক কুমার বিশ্বাস, বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও বাক্যর সভাপতি ওয়াহিদ শরীফ।

এ আয়োজনে সহযোগিতা করছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর। আয়োজনে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি), আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টারস অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়