শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ০৪:২২ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জয়

স্পোর্টস ডেস্ক : কিংস ইলেভেন পাঞ্জাবের ছুঁড়ে দেওয়া ১৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। লিগে ১০ ম্যাচের মধ্যে ৬টিতে জিতে ১২ পয়েন্ট তুলে নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রইল দিল্লি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি হয় দিল্লি ডেয়ারডেভিলস ও কিংস ইলেভেন পাঞ্জাব। ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন শিখর ধাওয়ান। তাঁর ৪১ বলের ইনিংস সাজানো ৭টি চার ও ১টি ছয় দিয়ে।

চলতি মৌসুমে কোটলায় এটি ধাওয়ানের দ্বিতীয় অর্ধশত রান। সব মিলিয়ে এবারের আইপিএলে এটি ধাওয়ানের তৃতীয় ও আইপিএল ক্যারিয়ারের ৩৫তম অর্ধশত রান। ৫৮ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েনি দিল্লি অধিনায়ক শ্রেয়াস আয়ার। ৫টি চার ও ১টি ছয় হাঁকান শ্রেয়াস।

থ্রিলার ম্যাচে শেষ ওভারে ম্যাচ জিততে দিল্লির প্রয়োজন ছিল ৬ রান। প্রথম দুই বলে মাত্র ২ রান খরচ করে পাঞ্জাবের পেসার কারেন ম্যাচ জমিয়ে দেন। শেষ পর্যন্ত অবশ্য তৃতীয় বলে ২ রান তুলে নিয়ে চাপ কমান শ্রেয়াস। পরের বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করে আসেন দিল্লির তরুণ অধিনায়ক। ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় দিল্লি। ৫৮ রানের ম্যাচ জেতানো দায়িত্বশীল ইনিংসের সুবাদে ম্যাচের সেরা হয়েছেন শ্রেয়াস।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে পাঞ্জাব। প্রীতির ফ্র্যাঞ্চাইজির হয়ে ৩৭ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন ক্রিস গেইল। মন্দ্বীপ ৩০ ও হরপ্রীত ২০ রান ছাড়া পাঞ্জাবের হয়ে বাকিরা উল্লেখযোগ্য রান করতে পারেননি। -ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়