শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ০৩:৩৭ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকরা মানুষের পুনঃজন্মদাতা, বললেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

মাহফুজ নান্টু, কুমিল্লা : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভুইয়া বলেছেন,  শিক্ষকরা মানুষের পুনঃজন্মদাতা। পিতা-মাতা সন্তানকে জন্ম দেন, তবে তাকে মানুষের মতো মানুষ করে পুনঃজন্ম দেন শিক্ষকরা। শিক্ষকরা সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ। তারা সমাজ বিনির্মাণে নিরলস পরিশ্রম করেন বলে সবার প্রিয় স্যারে পরিণত হন।

শনিবার (২০ এপ্রিল) বিকালে কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলার পুজকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অবসরপ্রাপ্ত ৬জন শিক্ষককে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবর্ধিত শিক্ষকরা হলেন, পুজকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আবদুল হালিম, মো. মফিজুর রহমান, মো. নুরুল আমিন, মো. খলিলুর রহমান, মো.আলী আক্কাছ ও মো. ছায়েদুল হক।

স্কুলের প্রতিষ্ঠাতা হাছানুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লালমাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল হামিদ, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মজিদ, শিক্ষাবিদ আবু ইউসুফ, লাঙ্গলকোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, অধ্যক্ষ সাদেক হোসেন ভুইয়া, ডা. জাহিদুল ইসলাম রানা, আদ্রা ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ও স্কুল প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়