শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ০৩:১৮ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাত হত্যার বিচারের দাবিতে মালয়েশিয়ায় নোয়াখালী সমিতির প্রতিবাদ সভা

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া : ফেনীর সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের শাস্তি দাবি করেছে মালয়েশিয়াস্থ বৃহত্তর নোয়াখালী সমিতি। শুক্রবার (১৯ এপ্রিল) কুয়ালালামপুরের রাওয়াংয়ে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি দাতো আকতার হোসেনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান জন্টু, মিজানুর রহমান, আকতার, ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক হাজি ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক হাজি আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মোহাম্মদ বাহার উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ নাছির উদ্দিন প্রমুখ।

আকতার বলেন, নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি। সেই সঙ্গে নুসরাতের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, এই ধরনের অমানবিক হত্যাকাণ্ড চলতে থাকলে দেশে পরিবার-পরিজনদের রেখে নিশ্চিন্তে প্রবাসে থাকা সম্ভব নয়। প্রবাসীদের পরিবারগুলোর নিরাপত্তা প্রদানে সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্ববান জানান তিনি।

সাধারণ সম্পাদক হাজি ওবায়দুল হক বলেন, ‘স্বাধীনতার এত বছর পরে যদি আমরা এখানে বিচারের দাবি নিয়ে দাঁড়াতে হয়- তাহলে কী মূল্য এই স্বাধীনতার। নুসরাতের খুনিদের কঠোর শাস্তি দাবি করেন তিনি।

সভায় পবিত্র কুরআন তেলওয়াত ও নুসরাত জাহান রাফির আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়