শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ০৬:১০ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধা সংসদে সাঈদীর ভাষণ

ডেস্ক রিপোর্ট  : কুড়িগ্রামের উলিপুরে মুক্তিযোদ্ধা সংসদ উলিপুর কমান্ড অফিসে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ভাষণ বাজানো হয়েছে।

উপজেলা প্রেসক্লাব নামের একটি সংগঠনের অনুষ্ঠানে শনিবার বিকেলে সাঈদীর ভাষণ বাজানো হয়। প্রায় পৌনে এক ঘণ্টা ব্যাপী ভাষণটি বাজার পর বিষয়টি স্থানীয় মুক্তিযোদ্ধাদের গোচরে আসে। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানালে, পুলিশ ঘটনাস্থলে এসে মাইক জব্দ করে অপারেটরকে আটক করে নিয়ে যায়।

মুক্তিযোদ্ধা রবিউস সামাদ জানান, খবর পেয়ে তিনি তাদের কার্যালয়ে ভাষণ বাজানোর সত্যতা পান। এরপর পুলিশে খবর দেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, অভিযোগ পেয়ে মাইকটি জব্দ ও অপারেটরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, উপজেলা প্রেসক্লাব নামের সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের চত্বর অনুমতি ছাড়াই ব্যবহার করছিল বলে জানা যায়। এদিকে সকালে সংগঠনটির এই প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম ৩ আসন উলিপুরের সংসদ সদস্য এমএ মতিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের, ওসি মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফয়জার হোসেন, উলিপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিমাই সিংহ প্রমুখ।

মুক্তিযোদ্ধা সংসদ উলিপুর কমান্ডের প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের জানান, ওই সংগঠনটি অফিস ব্যবহারের অনুমতি নেয়নি। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মিজানুর রহমান লিটন এ বিষয়ে বলেন, ওখানে ভাষণ কিভাবে কারা বাজাল এ বিষয়ে তিনি কিছু জানেন না। সাবেক কমান্ডার ফয়জার রহমানের কাছ থেকে অফিস ব্যবহারের অনুমতি নেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।

উৎসঃ দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়