শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ০৪:৫৬ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিমান্বিত শবে বরাত রবিবার

আমিন মুনশি : ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে আগামিকাল রবিবার (২১ এপ্রিল) দিবাগত রাতে পালিত হবে মহিমান্বিত শবে বরাত। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, রবিবার মাগরিবের নামাজের পর থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রাতব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ-মাহফিল, জিকির, দোয়া ও বিশেষ মোনাজাত। এ ছাড়া সারাদেশের মসজিদ ও মাদ্রাসাগুলোয় বিভিন্ন আয়োজন রয়েছে।

পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষা ও মুসল্লিরা যাতে শান্তিপূর্ণভাবে ইবাদতবন্দেগি করতে পারেন সে লক্ষ্যে আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শবে বরাত উপলক্ষে পূর্ব ঘোষিত ২১ এপ্রিল ২০১৯ তারিখ রবিবার এর পরিবর্তে ২২ এপ্রিল ২০১৯ তারিখ সোমবার সরকারি ছুটি ঘোষণা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উল্লেখ্য, হিজরি বছরের ১৪ শাবান দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালন করা হয়। শবে বরাত ‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত। আরবি শব্দ ‘লাইলা’ অর্থ রাত। আবার ফার্সি শব্দ ‘শব’ অর্থও রাত। আর বরাত অর্থ ভাগ্য। এজন্য এ রাতকে ভাগ্য রজনী বলা হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে বিশেষ ইবাদতে মশগুল থাকেন। অনেকেই নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া করে থাকেন। এছাড়াও বাবা-মাসহ আত্মীয়দের কবর জিয়ারত ও দোয়া করেন। হাদিস শরিফে আছে, হজরত আবু মুসা আশআরী (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেন, ‘আল্লাহ তায়ালা অর্ধ শাবানের রাতে (শবে বরাতে) তাঁর সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও মুশাহিন (বিদ্বেষ পোষণকারী) ছাড়া সবাইকে ক্ষমা করে দেন।’ (ইবনে মাজাহ: ১/৪৪৫)

  • সর্বশেষ
  • জনপ্রিয়