শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ০৪:৩৭ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই গেইলই বিক্রি হচ্ছিলেন না আইপিএলে!

আক্তারুজ্জামান : এবারের আইপিএল নিলামে বিক্রিই হচ্ছিলেন না ক্যারিবীয় দানব ক্রিস গেইল। কিন্তু দল পেয়ে যখন মাঠে নামা শুরু করেছেন তখন থেকেই দেখিয়ে চলেছেন নিজের রুদ্রমূর্তি। গত আইপিএলে নিজের ব্যাট কথা বলেনি বলে এবারও কথা বলবে না এমনটা তো হতে পারে না। তাই তো ব্যাটকে নিজের ভাষা বোঝাচ্ছেন ঠিকঠাক মতো। চলতি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আগুন ঝরানো ইনিংস খেলছেন।

আজও মাঠে নেমে দেখিয়েছেন ক্যারিবীয় ঝড়। দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান তুলেছে পাঞ্জাব। সেখানে ওপেনিংয়ে নেমে ৩৭ বলে ৬৯ রান করেছেন গেইল।

এই ম্যাচসহ চলতি আইপিএলে মোট ৯টি ম্যাচ খেলেছেন। সেখানে তার গড়া স্কোরগুলো- ৭৯, ২০, ৪০,৫, ১৬, ৬৩, ৯৯*, ৩০ ও ৬৯। প্রায় ৫৩ গড়ে সর্বমোট ৪২১ রান। ডেভিড ওয়ার্নারের ৪৫০ এর পরে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও গেইল।  যেখানে ৩৬টি চারের পাশাপাশি ৩১বার বড় ছক্কা হাঁকিয়ে বল সীমানা ছাড়া করেছেন।

বিশ্বকাপের আগে এই পারফর্ম যে কোনও দলের জন্যই ভয়ের কারণ হবে। কেননা গেইল খেললে সেদিনটা অন্য দলের হয় না কখনো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়