শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ০৪:০২ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগতির মেঘনায় মাছ শিকারের দায়ে ১০ জেলের দন্ড

মিসু সাহা নিক্কন : লক্ষ্মীপুরের রামগতিতে মাছ শিকারের দায়ে ৬ জন জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪ জন জেলের ৫ হাজার টাকা করে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক এ রায় দেন। এর আগে দুপুরে মেঘনা নদীর জারিরদোনা খাল সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় ১টি নৌকা ও ১টি বেহুন্দি জাল জব্দ করা হয়।

এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন- কমলনগর উপজেলার চর ফলকন এলাকার বাসিন্দা মো: কবির (৩০), একই এলাকার মো: নবির হোসেন (৪০), মো: জসিম উদ্দিন (৪৫), মো: জামাল (৪০), মো: নুরনবী (৪৫), মো: কামাল হোসেন (২২)।

অর্থদন্ড প্রাপ্তরা হলেন- কমলনগর উপজেলার চর ফলকন এলাকার বাসিন্দা মো: নাজিম উদ্দিন (১৬), একই এলাকার আজগর হোসেন (১৪), মো: জাফর (১৭), আবদুল খালেক (৬০)। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটককৃত ৬ জনের জেল ও ৪ জনের প্রত্যেকের ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক বলেন, নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার। তবুও নদীতে মাছ শিকার করছিল বলে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযানকালে ১০ জন জেলেকে আটক করা হয়। পরে, নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটককৃত জেলেদের ওই রায় দেওয়া হয়েছে।

উল্লেখ্য: ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে জাটকার অভয়াশ্রম। এসময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকায় মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়