শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ০৩:৩৫ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত চিঠি-ছবি কেন্দ্রে পাঠানোর নির্দেশ আওয়ামী লীগের

জিয়ারুল হক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার স্মৃতি বিজড়িত চিঠি, ছবি, তথ্য উপাত্ত কারো কাছে থাকলে তা সংগ্রহ করে কেন্দ্রের কাছে পাঠাতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি সাংবাদিকদের এসব নির্দেশনার কথা জানান।

হানিফ বলেন, বঙ্গবন্ধু ১৯৪৭ এর পরে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেরিয়েছেন। আন্দোলন সংগ্রাম করেছেন, বিভিন্ন সভা-সেমিনার করেছেন। এছাড়াও তার কর্মকাণ্ড পরিচালনার সময় বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে কথা বলেছেন, থেকেছেন।

তিনি বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যে নিবিড় সম্পর্ক ছিলো, এই সমস্ত ঘটনাবলি বা স্মৃতি বিজড়িত তথ্য-উপাত্ত আমরা সংগ্রহ করব। সেজন্য আমাদের সাংগঠনিক সম্পাদকরা জেলার সভাপতি, সাধারণ সম্পাদককে নির্দেশনা দেবেন। তারা স্ব-স্ব জেলায় এরকম ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন। বঙ্গবন্ধু কথা বলেছেন, চলার পথে দেখা হয়েছে সেই তথ্য-উপাত্তও থাকলে সংগ্রহ করে আমাদের কেন্দ্রে পাঠানোর জন্য সিদ্ধান্ত হয়েছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, জাতির পিতার সঙ্গে দুর্লভ যে সব ছবি আমরা সংগ্রহ করতে চাই, সেই ছবিগুলো পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত কর্মীবান্ধব ও সাধারণ জনগণের নেতা ছিলেন। তার জীবন থেকে আমরা দেখেছি, যখন জেলখানায় থাকতেন সেই সময় প্রায়ই সাধারণ কর্মীদের কাছে কিন্তু উনি চিঠি লিখতেন। বঙ্গবন্ধুর ডায়েরি থেকে এই ধরনের অনেক তথ্য-উপাত্ত পাওয়া গেছে। বঙ্গবন্ধুর কোনো চিঠি কারো কাছে লিখেছেন এমন কোনো চিঠি যদি কারো কাছে থাকলে তাও পাঠাতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি,আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়