শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ০৩:২৩ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে: সম্রাট

সমীরণ রায়: সমাজিক অবক্ষয় রোধে যুব সমাজকে রুখে দাঁড়ানো আহবান জানালেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

শনিবার রাজধানীর রমনায় মহানগর যুবলীগের এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের যুব সমাজ জাতির আশা-ভরসার কেন্দ্রস্থল। জাতীয় জীবনে যে কোন গুরুত্বপূর্ণ, যে কোন আপদকালীন মুহূর্তে যুবসমাজ অগ্রণী এবং সাহসী ভূমিকা পালন করতে পারে। ‘৫২-তে, ‘৫৪-তে, ‘৬২-তে, ৬৬-তে, ‘৬৯-এ, ৭১- এ এবং ‘৯০-এর উত্তাল দিনে দেশবাসীকে তারা আশা দিয়ে, ভরসা দিয়ে, শক্তি দিয়ে, মেধা দিয়ে, মনন দিয়ে এবং প্রতিভা দিয়ে, প্রেরণা জুগিয়েছে। জাতির আপদকালীন বিভিন্ন সময়ে তারা যে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে তা অনুকরণ ও অনুসরণযোগ্য। সম্প্রতি সময়ে একের পর এক নৃশংস ঘটনা ঘটছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্র কিনা তা সরকারকে খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে।

মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানার অন্তর্গত সকল ওয়ার্ডকে শক্তিশালী, গতিশীল, সুশৃঙ্খল ও পুর্নগঠন করার লক্ষে বিশেষ কর্মীসভার আয়োজন করা হয়। যুবলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপনের সভাপতিত্বে ও সহ-সভাপতি খোরশেদ মাসুদের পরিচালনায় সহ-সভাপতি কামাল উদ্দিন খান, মিজানুর রহমান বকুল প্রমুখ বক্তৃতা করেন।

ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, রাষ্ট্র নায়ক শেখ হাসিনা গত দশ বছরে দেশকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন। দেশের মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে। আমাদের দায়িত্ব যুবকদের সংগঠিত করে রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে আরো বেশি শক্তিশালী করা। তিনি বলেন, রাষ্ট্র নায়ক শেখ হাসিনা আওয়ামী লীগকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে আমরা ওয়ার্ডগুলোকে ঢেলে সাজানো উদ্যোগ নিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী যে গতিতে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই গতিতেই আমাদের চলতে হবে। যেসব ওয়ার্ডে কমিটির মেয়াদ উত্তীর্ন হয়েছে, দায়িত্বপ্রাপ্ত নেতারা তুলনামুলক সাংগঠনিকভাবে নিস্ক্রয় হয়ে পড়েছে সেসব কমিটি ভেঙ্গে নতুন নেতৃত্ব তুলে আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়