শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ০৩:০৫ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনারগাঁয়ে যৌন নিপীড়রনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, বললেন অধ্যাপিকা ড. সেলিনা

রুহুল আমিন : সোনারগাঁয়ে যৌন নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন আওয়ামী মহিলা লীগের শিক্ষা সম্পাদক ও সুপ্রীমকোর্টের আইনজীবী এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড.সেলিনা আক্তার। সেই সঙ্গে সোনারাগাঁয়ের কোন নারী যৌন নিপীড়নের ও শিকার হলে বিনামূল্যে আইনী সহায়তা প্রদানের ঘোষণা দেন তিনি।

সকালে সোনারগাঁয়ে দৌলতপুর ইসলামিয়া দাখিল মাদরাসায় সামাজিক সংগঠন 'প্রজন্ম সোনারাগাঁও' আয়োজিত শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

তিনি আরো বলেন, ছাত্র শিক্ষকদের সম্পর্ক অত্যন্ত মধুর এবং সম্মানজনক। অনুষ্ঠানে সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন জিন্নাহ বলেন, আমাদের কাছে শিক্ষকদের মর্যাদা অনেক উঁচুতে, কিন্তু কিছু দুস্কৃতিকারীর কারণে সারা দেশে এই সুনাম ক্ষুন্ন হচ্ছে।
মাদরাসার এই সুনাম ধরে রাখতে হবে। কোন কারণেই সেই সুনাম ক্ষুন্ন হতে দেয়া হবে না। তিনি দৌলতপুর মাদরাসায় অভিযোগ বাক্স খোলার নির্দেশ দেন। এবং শিক্ষার্থীদের সেখানে গোপনভাবে অভিযোগ দেয়ার পরামর্শ দেন।

এ সভায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'ব্রাইট সোনারাগাঁ ' এর সভাপতি ও চ্যানেল আইয়ের সিনিয়র সাংবাদিক আকতার হাবিব বলেন, সচেতনতার প্রথম ধাপ শুরু করতে হবে নিজের থেকে। শিক্ষকদের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিজেদেরও সমাজের অন্যায় আচরণের বিরুদ্ধে সচেতন এবং সোচ্চার হতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রজন্ম সোনারগাঁও এর সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের সোনারগাঁও প্রতিনিধি রবিউল হুসাইন। তিনি বলেন, মাদরাসায় শিক্ষিতরা সমাজের অনেক উঁচু স্তরের সম্মানীয় মানুষ। মাদরাসা থেকে পাশ করে অনেকেই প্রশাসনসহ সমাজের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে দৌলতপুর ইসলামিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা মোস্তফা কামাল, সহকারি শিক্ষক দেলোয়ার হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রজন্ম সোনারগাঁও এর সদস্য সেলিম হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়