শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ১০:৪১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের দ্বৈরথ এবার ইংলিশ প্রিমিয়ার লিগে

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার ইতিহাসের সেরা দ্বৈরথ উপহার দিয়েছিলো ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে আবারো মুখোমুখি হতে যাচ্ছে দু’দল। আবারো রোমাঞ্চকর এক ফুটবল ম্যাচ দেখা যাবে ইতিহাদ স্টেডিয়ামে।

দ্বৈরথ জিতে সামনে প্রিমিয়ার লিগ জেতার সম্ভাবনা প্রবল সিটির। তবে লিভারপুল অনেকটা এগিয়ে আছে গার্দিওলার দল থেকে। এছাড়া লিভারপুলের সামনের চার ম্যাচের প্রতিপক্ষ অতটা দুরন্ত না। তবে ম্যানসিটির খেলতে হবে সবচেয়ে দুরন্ত দলগুলোর সাথে।

একটি সময় ‘কোয়াড্রপল’ বা চার শিরোপার স্বপ্ন দেখছিল ম্যানসিটি। চ্যাম্পিয়ন্স লিগে হেরে যাওয়ার পরও তাদের সামনে ‘ট্রেবল’ জয়ের সুযোগ রয়েছে। তবে লিগ জেতা কঠিনই। তবুও রিসার্ভ বেঞ্চ থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলানো তারকাগুলো জ্বলে উঠতে পারে স্ব-রূপে।

উল্লেখ্য, স্পার্সরা এদিন যদি টানা পঞ্চমবারের মতো অ্যাওয়ে ম্যাচে হেরে যায়, তবে তারা পরেরদিনই ছিটকে পড়বে শীর্ষ চার অবস্থান থেকে। আর টটেনহ্যাম হারলে রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতে তৃতীয় স্থানে উঠে যাওয়ার সম্ভাবনা আছে আর্সেনানের। ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা চেলসিও সোমবার বার্নলেকে হারিয়ে উঠে যেতে পারে চতুর্থ স্থানে। তখন স্পারদের জায়গা হবে পাঁচে। ৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, ৩৩ ম্যাচে সিটির পয়েন্ট ৮৩।

  • সর্বশেষ
  • জনপ্রিয়