শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ১০:৪৭ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘাড়ের রক্তনালীর ব্লক অপসারণে সফল চিকিৎসা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে

হ্যাপি আক্তার : ক্যারোটিড আর্টারি ব্লক। সাধারণ ভাষায় যাকে বলে ঘাড়ের রক্তনালীর ব্লক। ধমনীর এই বাধা অপসারণের চিকিৎসা পদ্ধতি খুব একটা প্রচলিত নয় দেশে। কারণ সবমিলিয়ে ২০জন চিকিৎসক রয়েছেন এই খাতে। ওষুধের পাশাপাশি অস্রোপচার কিংবা রিং বসানোর মাধ্যমে হয় এই চিকিৎসা। সম্প্রতি দেশে প্রথমবারের মতো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ফিল্টারিংয়ের মাধ্যমে হয়েছে ঘাড়ের ব্লক অপসারণের কাজ। দেশের চিকিৎসকরা বলছেন, এ যারা আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে এই অভিজ্ঞতা তারা কাজে লাগাবেন। চ্যানেল টোয়েন্টিফোর।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যাথল্যাবে সম্প্রতি প্রথমবারের মতো ফিল্টার ব্যবহার করে স্ট্যান্টিং বা রিং পড়ানো হয়েছে এক রোগীর ঘাড়ের ধমনীতে। একজন মার্কিন হৃদরো বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চালানো হয় এই কার্যক্রম।

যুক্তরাষ্ট্র আইনস্টাইন মেডিকেল সেন্টারের কার্ডিওলজিস্ট ডা. জন সি. জর্জ বলেন, দুর্ভাগ্যজনক এই পদ্ধতি যুক্তরাষ্ট্রের বাইরে খুব বেশি সহজলভ্য নয়। আমরা ইউরোপের কিছু কিছু জায়গায় কাজটি করি। কিন্তু এশিয়ার একেবারের অপ্রতুল। এজন্যই আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি শিখিয়ে দিয়ে গেলাম।

বাংলাদেশে এই রোগীর সংখ্যা কতো? এর সুনির্দিষ্ট কোন হিসাব না থাকলেও চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন জার্নালের তথ্য বলছে, বিশ্বে যতো মানুষ মারা যায় তার ২০ ভাগেরই মৃত্যু হয় কোনো না কোনো মাত্রার স্ট্রোকের কারণে।

মূলত পঞ্চাশোর্ধ মানুষই বেশি আক্রান্ত হন এই রোগে। তবে এতো মানুষের এই দেশে ক্যারোটিড আর্টারি বিশেষজ্ঞের সংখ্যা ২০ জনের বেশি নয়।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. মো. আফজালুর রহমান বলেন, ক্যারোটিড আর্টারি সংকট কমিয়ে আনতে হবে। পাশাপাশি মানুষকে সচেতন হতে হবে। তানা হলে এই রোগের মাত্রা কমিয়ে আনা সম্ভব না।

চিকিৎসকদের কাছে স্পষ্ট, কী কারণে সংকোচিত হয় ঘাড়ের এই ধমনী। তা থেকে বাঁচতে বেশকিছু পরামর্শও রয়েছে তাদের।
সরকারি-বেসরকারি মিলে দেশে ক্যাথল্যাব রয়েছে ৫০ এর বেশি। যেখানে প্রশিক্ষিত চিকিৎসকরা ইচ্ছে করলেই পারবেন ঘাড়ের ধমনীর ব্লক অপসারণের কাজ। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়