শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ০৮:২৫ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যে ৪০ লাখ রূপি জরিমানা পান্ডিয়া ও রাহুলের

স্পোর্টস ডেস্ক: ভারতের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লুকেশ রাহুল। এই ‘শো’ তে অনেক গোপনীয় তথ্য বের করে নিয়ে আসেন ‘শো’ টির উপস্থাপক বলিউড ছিনেমার পরিচালক করণ যোহর। সেই দিন ওই অনুষ্ঠানেও তাই করেছিলেন করণ যোহর। সে অনুষ্ঠানের এক পর্যায়ে যৌনতা নিয়ে খোলাখুলি কথা বলতে গিয়ে নারীদের অপমান করে বসেন অতিথি পান্ডিয়া ও রাহুল। তারপরই তীব্র সমালোচনার মুখে পড়ে প্রাথমিকভাবে পান্ডিয়া ও রাহুলকে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বিসিসিআই। পরে সে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও চলতে থাকে বিচারকাজ।

শনিবার সে বিচার কাজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শৃঙ্খলা বিষয়ক কমিটির চেয়ারম্যান ডি কে জেইন। তবে সেটি অভিনব এক জরিমানার মাধ্যম দিয়ে। নারীদের আপত্তিকর মন্তব্য করা এ দুই ক্রিকেটারকে দাতব্য প্রতিষ্ঠানে আর্থিক সাহায্য করার শাস্তি দেয়া হয়েছে। তবে সেটি দুইভাবে। প্রথমত পান্ডিয়া এবং রাহুল দুজনকেই ১০ লাখ রুপি করে এককালীন অনুদান দিতে হবে ভারতের অন্ধ ক্রিকেটারদের জন্য গঠিত ফান্ডে। এবং দুজনকেই ১০ কিস্তিতে এক লাখ করে রূপ দিতে হবে দায়িত্বরত অবস্থায় মারা যাওয়া সেনাসদস্যদের পরিবারের পুনর্বাসনের জন্য গঠিত ফান্ডে।

তার মানে হলো দুজনকে ২০ লাখ করে মোট ৪০ লাখ রুপি জরিমানা গুনতে হবে। ভারতের সংবাদমাধ্যমের দেয়া খবর অনুযায়ী আগামী ৪ সপ্তাহের মধ্যে তারা এটি দিতে ব্যর্থ হলে বিসিসিআইয়ের মাধ্যমে এই জরিমানার টাকা আদায় করা হবে। সেক্ষেত্রে পান্ডিয়া ও রাহুলের ম্যাচ ফি থেকে কেটে নেয়া হবে সমপরিমাণ অর্থ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়