শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ০৬:৩১ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশে আসলেন টাইগারদের কোচ

নিজস্ব প্রতিবেদক: গত ১৬ এপ্রিল আসন্ন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের দল ঘোষণার সময় দেশে ছিলেন না কোচ স্টিভ রোডস। ছুটি কাটিয়ে নিজ দেশ ইংল্যান্ড থেকে গতকাল সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই সাংবাদিকদের মুখোমুখি হন এই ইংলিশ কোচ। তবে তিনি তাৎক্ষণিক তেমন কোনো কথা না বলে আজ কথা বলার কথা জানান।

লম্বা ছুটি কাটিয়ে ফিরেই কঠিন মিশনের মুখোমুখি হতে যাচ্ছেন কোচ রোডস। কেননা ২২ এপ্রিল থেকে শুরু হবে বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের অনুশীলন ক্যাম্প। এদিকে, রোডসের আগেই ছুটি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেছেন বাংলাদেশ পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। গত বৃহস্পতিবার রাতেই ঢাকায় পা রাখেন তিনি। ইংলিশ কন্ডিশনে স্পিনারদের চেয়ে পেসাররা ঢের সুবিধা পাবেন। সেই সুবিধা আদায় করতে হলে শিষ্যদের গড়ে তোলার গুরুদায়িত্ব পালন করতে হবে তাকেই।

ক্রিকেট খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কোচের। তাই দীর্ঘ ছুটি শেষে প্রস্তুতি ক্যাম্প সামনে রেখে কোচিং স্টাফের সদস্যরা ফিরতে শুরু করেছেন। ওয়ালশ ও রোডসের আগে ফিরেছেন স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন।

উল্লেখ্য, ২ মে পর্যন্ত অনুশীলন ক্যাম্প হবে। এরপর ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ। তারপরই বিশ্বকাপের মতো বড় মঞ্চের জন্য প্রস্তুত হতে হবে মাশরাফি-সাকিবদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়