শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ০৪:৫৮ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৪ জেলার নির্বাচন অফিসে আজ থেকে পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্রের যাবতীয় সেবা

হ্যাপি আক্তার : নাগকিদের ভোগান্তি দূর করতে এগিয়ে এসেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। আজ থেকে ৬৪ জেলার নির্বাচন অফিসেই পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্রের সম্পর্কিত সব সেবা। নতুন, হারানো বা পরিবচয়পত্র সংশোধনের জন্য আসতে হবে না ঢাকায়। নিবন্ধন অনুবিভাগ বলছে, গুরুত্বপূর্ণ এই সেবা নাগরিকদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতেই এ উদ্যোগ। ইনডিপেনডেন্ট টেলিভিশন।

হারানো জাতীয় পরিচয়পত্র ফিরে পেতে বা সংশোধন করতে প্রতিদিনই সারা দেশ থেকে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে আসেন নাগরিকেরা। জেলা উপজেলায় বহু ঘোরাঘুরির পরও সমাধান না পেয়ে এখানে আসছেন তারা।

ভুক্তভোগীরা বলছেন, নতুন বা হারনো জাতীয় পরিচয়পত্র দেয়া ও সংশোধন করতে ঢাকায় আসতে হয়। জেলা ভিত্তিক সেবা দেয়া হলে ভোগান্তি কমে আসবে।

সংশ্লিষ্টরা বলছেন, শুধু শুরু করলেই হবে না, ৬৪ জেলার সব অফিস থেকে নাগরিক সেবা শতভাগ পাওয়া যাচ্ছে কিনা সে বিষয়ে রাখতে হবে নজরদারি করা হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, প্রতিটি জেলা সদর থেকে জাতীয় পরিচয়পত্রের সেবা যেন সাধারণ মানুষ পায় তার জন্যই এ উদ্যোগ। পর্যায়ক্রমে উপজেলাও যেন এ্ই সেবা দেয়া যায় তার জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই সেবাটি মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়াই মূল লক্ষ্য। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়