শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ০৮:২২ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার কঠোর হুঁশিয়ারি, যত বড় নেতা হোক, সিদ্ধান্তের বাইরে গেলেই ব্যবস্থা

সমীরণ রায় : দলকে শক্তিশালী করতে তৃণমূলকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে দি¦ধা করবেন না বলেও জানান তিনি। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের বৈঠকে শেখ হাসিনা কঠোর ভাষায় কিছু কথা বলেছেন। বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর ১৫ আগস্ট ও ওয়ান ইলেভেনের পর কার কী ভূমিকা সব জানি। দলের সিদ্ধান্তের বাইরে গেলেই তিনি যত বড়ো নেতাই হোন না কেনো, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আমার সৌভাগ্য নানামুখী ষড়যন্ত্রের পরও দলটাকে ক্ষমতায় রাখতে পারছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড এবং এক এগারোর সময় দলের ভেতরের ষড়যন্ত্রের প্রেক্ষাপট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, দলের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোসকে নিয়ে উপদেষ্টা পরিষদের আরেক সদস্য শিক্ষাবিদ ড. খন্দকার বজলুল হকের কাছে জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার চেয়ে স্বাক্ষর সংগ্রহ করতে গিয়েছিলাম। কিন্তু তিনি স্বাক্ষর করতে অস্বীকার করেন। এখন তিনি আওয়ামী লীগের বড়ো নেতা। অনেক কথা বলেন।

অন্যদিকে, বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খানের নাম উল্লেখ করে মুকুল বোস বলেন, তিনি পাকিস্তানের আর্মি ছিলেন। মুক্তিযুদ্ধের সময়ে রংপুরে ৮ জন মুক্তিযোদ্ধাকে হত্যা করে পাকিস্তানে চলে যান। তিনি এখন আওয়ামী লীগের বড়ো নেতা।

এসময় প্রধানমন্ত্রী তাকে থামিয়ে দিয়ে বলেন, থামো, তুমি তো একটা একটা করে বলছো। আমার কাছে অনেক তথ্য আছে। অনেকে অনেক কিছুই করেনি। ১৯৭৫ সালের পর কে কী করেছে, সেটা আমার জানা আছে। শুধু ৭৫ কেনো, ওয়ান ইলেভেনের সময়ে কে কী করেছে আমার মনে নেই? কার কী ভূমিকা ছিল সেটা জানি। আমার সামনেই তো অনেকে আছে। আমি তো মন্ত্রীও বানিয়েছি। কিন্তু আমি কি ভুলে গেছি কার কী ভূমিকা ছিলো? আল্লাহ’র কাছে শুকরিয়া যে এত কিছু ষড়যন্ত্রের পরও দলটাকে ক্ষমতায় রাখছি পারছি।
তবে এ আলোচনার সময় ড. খন্দকার বজলুল হক ও কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান কোনো কথা বলেননি বলে জানা গেছে।

বৈঠকে ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন তৃণমুল পর্যায় পর্যন্ত পালনের সিদ্ধান্ত হয়। এ জন্য জাতীয় কমিটির পাশাপাশি আওয়ামী লীগের জেলা-মহানগর পর্যায়ে কমিটি গঠন করার নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

পিছিয়ে যাচ্ছে সাংগঠনিক সফর : রমজানের আগে রংপুরের তারাগঞ্জ ও গঙ্গাচড়া উপজেলা সম্মেলনের মধ্যদিয়ে আওয়ামী লীগের তৃণমূল সফর শুরুর কথা ছিলো। কিন্তু ২৪ এপ্রিল থেকে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে সংসদ সদস্যরা ঢাকায় থাকবেন। আর ৭ মে থেকে শুরু হচ্ছে রমজান মাস। এসব মাথায় রেখে আগামী ঈদের আগে তৃণমূল সফর শুরু হচ্ছে না। সম্পাদনা : সালেহ্ বিপ্লব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়