শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ০৩:৪৪ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থানার প্রভাবিত তদন্তের কারণে ধর্ষণ মামলায় বিচার দীর্ঘায়িত হচ্ছে, অভিযোগ খুশী কবিরের

জুয়েল খান : নারী নির্যাতন এবং হত্যার বিচার শেষ না হওয়ার অন্যতম কারণ হচ্ছে থানা থেকে তদন্ত করে সেই তদন্ত টাকা খেয়ে কিংবা চাপের কারণে প্রভাবিত হয়ে দুর্বল প্রতিবেদন দেয়া হয় বলে অভিযোগ করেন নারী নেত্রী খুশী কবির। তিনি বলেন, থানা থেকে যেভাবে এজাহার লেখা হয় সেইটার প্রেক্ষিতে এফআইআর করা হয় বা তদন্ত প্রতিবেদন করা হয় এবং এই প্রতিবেদনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। কিন্তু থানায় টাকা খেয়ে বা অন্য কোনো কারণে মামলার এজাহার একটু এদিক-ওদিক করে তদন্ত প্রতিবেদন লেখে। সেই প্রতিবেদন দেখে কোর্ট যদি সমবেদনা না দেখায় তাহলে বা ফাঁকফোকর যদি থাকে তাহলে মামলা চলতে থাকে।

ধর্ষণের ক্ষেত্রে পুলিশ মেডিকেল চেকআপের জন্য দেরিতে পাঠায় যাতে আলামত দুর্বল হয়ে যায়। এই কারণে মেডিকেল এভিডেন্স কিছুটা দুর্বল হওয়ায় নিশ্চিত হওয়া যায় না যে, ধর্ষণ করা হয়েছে। এছাড়া সাক্ষী উপস্থাপনের ক্ষেত্রে স্থানীয় থানার একটা ভূমিকা আছে যেটা তারা টাকা খেয়ে কিংবা বিভিন্ন চাপের কারণে গাফিলতি করে। তিনি জানান, আমরা চাই কোর্ট তার নিজের গতিতে চলুক, কিন্তু সেভাবে কোর্ট চলে না। কোর্ট অনেকভাবে প্রভাবিত হয়। সেখানে সময় অনেক দীর্ঘমেয়াদি করা হয়। অন্যদিক কোর্টকে জিজ্ঞাসা করলে বলে যে, আমাদের হাতে এতো মামলা জমা হয়ে আছে, আমরা কী করবো। অন্যদিকে কোর্টের পেশকার যারা এই মামলা সামনে নিয়ে আসবে তারা টাকা পয়সার বিনিময়ে সময় দীর্ঘায়িত করতেই থাকে। সুতরাং এতোগুলো কারণ ভর করে নারী নির্যাতন, ধর্ষণ এবং হত্যা মামলার উপরে।

অনেক সময় এই মামলাটা একদম ঝিমিয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে। ভুক্তভোগীরা মামলা চালাতে আগ্রহ হারিয়ে ফেলে। কারণ হচ্ছে তাকে বিচার পেতে টাকা খরচ করতে হয় এবং সামাজিকভাবে তাকে নানা ধরনের প্রতিবন্ধকার সম্মুখীন হতে হয়। তাই এই মামলাগুলো একটা বিশেষ ট্রাইব্যুনাল এবং দ্রুত ট্রাইব্যুনাল করতে হবে। যেখানে সময়সীমা বেঁধে দিতে হবে। কিন্তু এখানে একটা সীমাবদ্ধতা হচ্ছে, বিচারক বলবে তারা যদি নিশ্চিত না হয় তাহলে কীভাবে একজনকে ফাঁসির আদেশ দেবে। এভিডেন্স দুর্বল হলে সেক্ষেত্রে বিচারক যদি নিশ্চিত না থাকে তাহলে বিচারক ফাঁসির আদেশ দেবে না। তখন অনেক সময় মামলা নষ্ট করে ফেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়