শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ০৩:২০ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেরেই চলেছে ঐতিহ্যবাহী মোহামেডান

নিজস্ব প্রতিবেদক : কোথায় গেলো সেই মোহামেডান? কোথায় সেই ঐতিহ্য? কিছুতেই যেন খুঁজে পাওয়া যাচ্ছে না দেশের সবচেয়ে প্রভাবশালী ও পুরোনো ক্লাবটির ব্যর্থতা যেন শেষ হওয়ার নয়।
ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতেই পারছে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটি এবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির কাছে হেরেছে। দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে সাইফ স্পোর্টিং।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ২-১ গোলে হারে মোহামেডান। ১২ ম্যাচে অষ্টম হারের স্বাদ পাওয়া দলটি ৬ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের ঠিক ওপরে আছে। রহমতগঞ্জের পয়েন্ট ১২।

ম্যাচের চতুর্থ মিনিটেই সিও জুনাপিওর বাড়ানো বল অনায়াসে জালে জড়িয়ে ফয়সাল আহমেদ রহমতগঞ্জকে এগিয়ে দেন। মোহামেডান ঘুরে দাঁড়ায় একাদশ মিনিটে হাবিবুর রহমান সোহাগের গোলে। কিংসলে চিগোগির হেড করে বাড়ানো বল ভলিতে জালে পাঠান এই মিডফিল্ডার।

৫৬তম মিনিটে মোহামেডানের এগিয়ে যাওয়ার সেরা সুযোগ নষ্ট হয় চিগোজির স্পট কিক পোস্টে লেগে ফিরলে। ডি-বক্সের মধ্যে নাইজেরিয়ার এই ফরোয়ার্ডকে ইবায়েদ হোসেন কমল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৭৫তম মিনিটে ফের এগিয়ে যায় রহমতগঞ্জ। সোহেল রানার ক্রসে হেডে জাল খুঁজে নেন কঙ্গোর ফরোয়ার্ড জুনাপিও। ম্যাচের বাকিটা সময় এ গোল ধরে রেখে লিগে নিজেদের দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। গত মার্চের শুরুতে বিজেএসসিকে হারিয়ে প্রথম জয় পেয়েছিল তারা।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদকে ২-০ গোল হারায় সাইফ স্পোর্টিং। ৪৮তম মিনিটে দলকে এগিয়ে নেন দেনিস বলশেকভ। ৫২তম মিনিটে জাভেদ খান ব্যবধান দ্বিগুণ করেন।

১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সাইফ। সমান ম্যাচে পঞ্চম হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ১৫।

  • সর্বশেষ
  • জনপ্রিয়