শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ০২:৪৩ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনসিডিলসহ যশোর উপশহর মহিলা কলেজের শিক্ষক আটক

যশোর প্রতিনিধি : তিন বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোয়াজ্জেম হোসেন লিটন নামে এক কলেজ শিক্ষককে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে শহরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি উপশহর মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যপক। তিনি উপশহর সি ব্লক এলাকার ৪ নম্বর বাড়ির মোতালেব হোসেনের ছেলে।

কোতয়ালি থানার এএসআই আফজাল হোসেন জানিয়েছেন, শুক্রবার বেলা ১২টার দিকে মোয়াজ্জেম হোসেন লিটন তিন বোতল ফেনসিডিল নিয়ে শিক্ষাবোর্ডের সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় গোপন সূত্রে সংবাদ পেয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ওই ফেনসিডিল জব্দ করা হয়।

এএসআই আফজাল বলেন, মোয়াজ্জোম হোসেন লিটন একজন মাদকসেবী। তিনি নিয়মিত মাদক সেবন করেন। এই ঘটনায় তাকে আসামি করে কোতয়ালি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

তবে অপর একটি সূত্রে জানা গেছে, মোয়াজ্জেম হোসেন লিটনকে মূলত আটক করা হয়েছিল বৃহস্পতিবার বিকেলে চাঁচড়া রায়পাড়া এলাকার একটি মাদকের আখড়া থেকে। তিনি প্রায় সময় ওই এলাকার সজন নামে এক মাদক বিক্রেতার কাছে গিয়ে ফেনসিডিল সেবন করে থাকেন। বৃহস্পতিবার লিটনের ফেনসিডিল সেবনের আগ মুহুর্তে কোতয়ালি থানা পুলিশ সেখানে হাজির হয়। লিটন পুলিশের হাতে আটক হয়। পরে দেনদরবার শুরু করে। সর্বশেষ পরিবারে কাছ থেকে ৫০ হাজার টাকা উৎকোচের বিনিমিয়ে ৩ বোতল ফেনসিডিল দিয়ে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

এই বিষয়ে কোতয়ালি থানার এসআই হাসানুর রহমান জানিয়েছেন, অভিযোগ সঠিক নয়। শুক্রবার যশোর শিক্ষাবোর্ডের সামনে থেকে তাকে আটক করা হয়েছিল। যে অবস্থায় আটক করা হয়েছিল সেই অবস্থার বিবরণ দিয়ে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়