শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ১২:৫৩ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে অস্ত্র উদ্ধারে সফলতা অর্জনে তহিদুল জেলার শ্রেষ্ট এসআই মনোনীত

আবু মুত্তালিব মতি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সজলের বাসা থেকে পিস্তল উদ্ধারে সফলতা অর্জন করায় আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) তহিদুল ইসলাম বগুড়া জেলার আবারও শ্রেষ্ট এসআই মনোনীত হয়েছেন।

গত বৃহস্পতিবার বগুড়ায় পুলিশের মাসিক কল্যান সভায় তাকে শ্রেষ্ট এস আই হিসাবে মনোনীত করে শ্রেষ্টত্বের ক্রেস্ট প্রদান করেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম-বার। এসময় উপস্থিত পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার ওসি, এসআইসহ অনেকেই ছিলেন। এস আই তহিদুল ইসলাম ২০১৮ সালেও একটি ক্লুলেছ হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে শ্রেষ্টত্ব এস আই হিসাবে ক্রেস্ট পেয়ে ছিলেন।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আনছার আলী সান্তাহারস্থ বাসায় হামলা মারপিট ও ভাংচুর সংক্রান্ত মামলায় তদন্তকালে গত ১৯ মার্চ উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সজলের বাসা থেকে মাগজিনসহ পিস্তল উদ্ধার ও দুইজনকে আটক করে আলোড়ন সৃষ্টি করেন।

এই মামলায় কৃতিত্ব অর্জন করায় তহিদুল ইসলামকে জেলার এসআই শ্রেষ্টত্বের ক্রেস্ট প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়