শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ০২:৪৩ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেইলি মেইলের সংবাদে সাফা কবিরকে নিয়ে যা বলা হলো

বিনোদন প্রতিবেদক : সাফা কবির দেশের টেলিভিশন নাটকের একজন শীর্ষ অভিনেত্রী ও মডেল। সম্প্রতি নাস্তিক্যবাদী মন্তব্য করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। পরে তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য হন। সাফার ওই মন্তব্যের খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পহেলা বৈশাখ উপলক্ষে দেশের একটি বেসরকারি রেডিও অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন সাফা কবির। সেখানেই এক শ্রোতার প্রশ্নের জবাবে সাফা কবির জানান, তিনি পরকালে বিশ্বাস করেন না। যেটা তিনি দেখেননি, সেটির প্রতি তার কোনো বিশ্বাস নেই।

অনুষ্ঠানের ওই অংশের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সাফা কবিরকে নাস্তিক আখ্যা দিয়ে তার বিরুদ্ধে বিষেদগার ও সমালোচনার জোয়ার বইতে থাকে।

এই ঘটনা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের অনলাইন ভার্সনে সাফাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, নাস্তিক্যবাদী মন্তব্যের জন্য বাংলাদেশি অভিনেত্রী সাফা কবিরকে সেদেশে ক্ষমা চাইতে অনেকটা বাধ্য করা হয়েছে। দেশটিতে ধর্ম অবমাননার কারণে মানুষ হত্যার ঘটনা পর্যন্ত ঘটেছে বলেও উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাফার ওই মন্তব্যের খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাইরাল হয় সাক্ষাৎকারের ফুটেজটি। নানা মন্তব্য করে ব্যবহারকারীরা। এসব মন্তব্যের অধিকাংশই তার বিরুদ্ধে।

সাক্ষাৎকারের ওই মন্তব্যের ব্যাপক প্রতিক্রিয়ার পর ১৬ এপ্রিল, মঙ্গলবার ২৪ বছর বয়সী এই অভিনেত্রী নিজের ভেরিফায়েড ফেসবুকের পেজ থেকে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দেন। এতে নিজের নাস্তিক পরিচয়কে অস্বীকার করেন তিনি।

ডেইলি মেইলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে নাস্তিক্যবাদ একটি বিশাল ট্যাবু। সাম্প্রতিক বছরগুলোতে নাস্তিক্যবাদে বিশ্বাসী অ্যাক্টিভিস্ট পরিচয়ের বেশ কয়েকজনকে নিষ্ঠুরভাবে আক্রমণ ও হত্যা করেছে সন্দেহভাজন ইসলামি চরমপন্থিরা। বেশ কয়েকজন শীর্ষ নাস্তিক দেশ থেকে পালিয়ে পশ্চিমা দেশগুলোতে নির্বাসিত জীবন যাপন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়