শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ১১:২৮ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২০ যুব বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলো আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক : আগামী ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আরব আমিরাত। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আরব আমিরাত।

এশিয়া অঞ্চলের খেলায় নিজেদের শেষ ম্যাচে ওমানকে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আরব আমিরাত। এ জয়ে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপে নিজেদের স্থান পাকাপোক্ত করেছে দলটি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওমান। কিন্তু ইনিংসের দ্বিতীয় বলেই শূন্যরানে ওপেনার মোহাম্মদ সামিরের উইকেট হারিয়ে বসে ওমান। আরব আমিরাতের বোলারদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান।

৪৩.৩ ওভারেই সব'কটি উইকেট হারিয়ে বসে ওমান। মাত্র ১০৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় দলটি। জে বিজু ওমানের হয়ে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেছিলেন। বাকি কোন ব্যাটসম্যানই দলের জন্য অবদান রাখতে পারেনি।

আরব আমিরাতের হয়ে আর মুখার্জি এবং আরিয়ান লাখরা তিনটি করে উইকেট তুলে নিয়েছিলেন। দুই করে উইকেট নিয়েছেন আকাশা তাহির এবং কেপি মেইয়াপ্পান।

১০৬ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার আরিয়ান লাখরা এবং সাইদ হায়দারের জুটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে আরব আমিরাত। দুই ব্যাটসম্যানই তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক।

ওমানের বোলারদের কোন রকম সুযোগই দেননি তারা। আরব আমিরাতের অধিনায়ক লাখরা ৪৫ বলে ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। নয়টি চারে সাজিয়েছেন নিজের ইনিংসটিকে।

সাইদ হায়দার খেলেছেন ২৮ বলে ৫৬ রানের বিধ্বংসী ইনিংস। আটটি চার এবং একটি ছয় হাকিয়েছেন এই ব্যাটসম্যান। ১২.১ ওভারেই জয় তুলে নেয় আরব আমিরাত এবং নিশ্চিত করে তাদের বিশ্বকাপের জায়গা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়