শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ০৮:৫৭ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গয়েশ্বর চন্দ্র রায় বললেন, খালেদা জিয়ার মুক্তির জন্য সংসদে গেলে তাঁর প্রতি অবিচার করা হবে

হ্যাপি আক্তার : দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন প্রশ্নে আটকে আছে বিএনপি থেকে বিজয়ী ৬ প্রার্থীর জনের শপথ। তবে প্যারোলে নয়, আইনি প্রক্রিয়ায় চলছে জামিনের আলোচনা। তবে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বললেন, আলোচনার কথা শুনেছেন তিনিও। কিন্তু এ নিয়ে হয়নি কোনো নীতি নির্ধারণী বৈঠক। বিএনপি শুভাকাঙ্খী ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ জানান, জামিন ও শপথ নিয়ে চাপ রয়েছে দলে। যমুনা টেলিভিশন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের ১ বছরে পাল্টেছে রাজনীতির সমীকরণ। অসুস্থ্য চেয়ারপারসনের মুক্তি, চিকিৎসা ও নির্বাচিত ৬ প্রার্থীর শপথ নিয়ে টানাপোড়েন চলছে বিএনপিতে।

বিজয়ীদের শপথ নিতে হবে ৩০ এপ্রিলের মধ্যে, না হলে বাতিল হবে পদ। এ বিষয়ে সোমবার মহাসচিবের সাথে বৈঠক হয় ৫ বিজয়ীর। শপথ নেয়ার পক্ষে বেশির ভাগই। এক্ষেত্রে দলের শর্ত আইনী প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি।

শত নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, উভয় পক্ষের স্বার্থকে সামনে রেখে সামনের দিকে আগ্রসর হওয়া বাঞ্চনীয়।

তিনি বলেন, শপথ নেয়ার বিষয়ের দলের ভেতরে সবাই এক মত নয়, ভিন্ন মত আছে। তবে এই ভিন্ন মত যেন এমন না হয় যেন দলের ভেতরে ভাঙন ধরে।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়ার মুক্তির পর বৈঠক হবে। সেই বৈঠকে যদি আমরা মনে করি সংসদে যাওয়া প্রয়োজন, তখন হতে পারে। সেখানে খালেদা জিয়ার মুক্তির জন্য তারা সংসদে যাবে, এটা তার প্রতি আরেকটি অবিচার করা হবে। নীতিনির্ধারকদের দাবি সংকট ও মত পার্থক্য থাকলেও দলীয়ভাবে ঐক্যবদ্ধ আছে বিএনপি।
সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়