শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ০৮:৪০ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে জেলেদের হামলার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ জেলে আটক

মো. আল-আমিন : বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মেঘনা নদীর চাঁদপুর-শরীয়তপুর সীমান্ত এলাকার কাটাখালী জাটকা রক্ষায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বেপরোয়া জেলেদের হামলায় দুই সরকারি কর্মকর্তা আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌ পুলিশ ও কোস্টগার্ড ৬ রাউন্ড রাবার বুলেট এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। সময় টিভি

হামলায় আহত দুই সরকারি কর্মকর্তা হলেন, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। দু'জনই জেলেদের ইটের আঘাতে গলা ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় জড়িত ১৭ জেলেকে আটক করা হয়। ৬৩টি মাছ ধরার নৌকা আটক করে ব্যবহার অনুপযোগী করেন তারা। পুড়িয়ে দেয়া হয় ৫টি মাছের আড়ত। জব্দ করা হয় ১ মণ জাটকা ও ৪ লাখ মিটার কারেন্ট জাল।

জেলেদের হামলায় আহত চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুদ জামান জানান, রাতে নৌবাহিনী, কোস্ট-গার্ড ও নৌ-পুলিশ নিয়ে অভিযান পরিচালনার সময় নদীতে এ হামলার ঘটনা ঘটে। জেলেদের হামলার সময় নৌ-পুলিশ ও কোস্ট-গার্ড ৭রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, আটক ১৭ জেলেকে একবছর করে কারাদণ্ড দেন ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম।

উল্লেখ্য, ইলিশের অভয়াশ্রম কর্মসূচিতে মেঘনার ৭০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিলে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়