শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ০৬:০১ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা বেঘোর ঘুমে, কোলে মরে গেল ৬ দিনের সন্তান

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের মে মাসের ঘটনা। ৬ দিনের পুত্র সন্তানকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন বাবা। গভীর রাতে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর দেখা যায় কোলের শিশুটি মৃত।

এ ঘটনা দেখিয়ে দিয়েছে, ঘুমন্ত শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়াও হয়ে উঠতে পারে বিপজ্জনক।

ঘটনাটি ঘটে ইংল্যান্ডের মরটনহ্যাম্পস্টিড শহরে। ঘটনার রাতে এমি উইলিস এবং কেভিন স্ট্যানলি দম্পতি তাঁদের ছয় দিনের শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়ার পর মারা যায় সে। শিশুটির নাম রাখা হয়েছিল জোসেফ লি।

ময়নাতদন্তে শিশুটির মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি চিকিৎসকরা। তবে বলা হয়েছে শিশুকে নিয়ে একত্রে ঘুমানোর কারণে এটি ঘটতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের মে মাসে এমার্জেন্সি সিজারের মাধ্যমে জন্ম নেয় জোসেফ। জন্মের সময় তাকে স্বাস্থ্যবান ও স্বাভাবিক শিশু বলেই উল্লেখ করেছিলেন চিকিৎসকরা। মায়ের বুকের দুধ গ্রহণের প্রক্রিয়াও ছিল স্বাভাবিক। যদিও পেটব্যথা ছিল তার।

মৃত্যুর আগের দিন বলা হয়েছিল, জোসেফ যথেষ্ট বুদ্ধিদীপ্ত ও চঞ্চল হয়েছে। ঘটনার দিন রাত সাড়ে ৯টায় স্বাভাবিকভাবে বুকের দুধ পান করে সে। এ সময় বাবা-মা সোফায় বসে টেলিভিশন দেখছিলেন। বুকের দুধ খাওয়ার দুই ঘণ্টা পর সেখানেই তিনজন একসঙ্গে ঘুমিয়ে পড়েন। এ সময় শিশুটি তার বাবার বুকেই ছিল।

রাত ১টার দিকে জেগে ওঠেন জোসেফের বাবা স্ট্যানলি। বাহুতে তখনো ধরা ছিল জোসেফ। তাকে নিয়ে তিনি রান্নাঘরে যান আইসক্রিম আনতে। এ সময় তিনি বুঝতে পারেন জোসেফের শ্বাস-প্রশ্বাস বন্ধ।

গত বছরের ১৬ মে ঘটনাটি ঘটলেও এ নিয়ে দীর্ঘ তদন্ত হয়। চলতি সপ্তায় শহরের কাউন্টি হলে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয় ময়নাতদন্তসহ ব্যাপক তদন্তের পরও শিশু জোসেফের মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। তবে বলা হয়েছে বাচ্চাকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ার কারণেও এমনটি ঘটতে পারে। মিরর, ডেভন লাইভ

  • সর্বশেষ
  • জনপ্রিয়