শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ০৫:২০ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর দিয়ে সীমান্ত বাণিজ্য স্থগিত করলো ভারত

আব্দুর রাজ্জাক : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বৃহস্পতিবার কাশ্মীর সীমান্ত দিয়ে বাণিজ্য স্থগিতের নির্দেশ দেয়। সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্ত ব্যবহার করে অস্ত্র, মাদক ও জালমুদ্রা পাচারের অভিযোগ আনা হয়েছে। আল-জাজিরা

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, জাতীয় তদন্ত সংস্থা এনআইএ বেশ কয়েকটি কোম্পানির সন্ধান পেয়েছে যারা কাশ্মীর সীমান্ত ব্যবহার করে বাণিজ্য করে। এই কোম্পানিগুলো সশস্ত্র দলের সঙ্গে যোগাযোগ আছে এমন লোকেরাই পরিচালনা করছে। তবে কোনো কোম্পানির নাম প্রকাশ করা হয়নি।

কাশ্মীরকে বিভক্তকারী লাইন অব কন্ট্রোল (এলওসি) ভারত ও পাকিস্তান সেনা বাহিনীর দ্বারা সুরক্ষিত। এই সীমান্ত উভয় অংশের মানুষদের জন্য ব্যাপকভাবে সহায়ক। কিন্তু সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় একটি সন্ত্রাসী হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর প্রায় অর্ধশত সদস্য নিহত হওয়ার পর থেকে সীমান্তটি অব্যাহতভাবে উত্তপ্ত হয়ে উঠছে। ইতোমধ্যেই পুলওয়ামার প্রতিশোধ হিসেবে পাকিস্তানের অভ্যন্তরে ভারত বিমান হামলাও চালিয়েছে।

উল্লেখ্য, কাশ্মীর সীমান্ত দিয়ে অর্থ নয়, পণ্যের বিনিময়ে বাণিজ্য হয়। ভারতের ব্যবসায়িরা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জিরা, মরিচ, কাপড়, কলা, আঙ্গুর, এলাচ, ডালিম ও কাজুবাদাম রপ্তানি করে। বিনিময়ে সেখান থেকে তারা জায়নামাজ, কার্পেট, কাপড়, কমলালেবু, আম ও ঔষধি গাছ আমদানি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়