শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ০৪:৪৮ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জর্জিয়ায় দুই সৌদি তরুণীর আশ্রয় চেয়ে আঁকুতি, আমরা বিপদে, বাঁচান!

রাশিদ রিয়াজ : সৌদি আরবের দুই তরুণী যারা সম্পর্কে দুই বোন এবং এরা ‘জর্জিয়াসিস্টারস’ নামে টুইটারে একটি অ্যাকাউন্ট খুলে আর্তি জানিয়ে বলেছেন, ‘জর্জিয়ায় আমরা আটক হয়ে রয়েছি। সৌদি প্রশাসন পাসপোর্ট বাতিল করে দিয়েছে। আমরা বিপদে। বাঁচান।’

মাহা আলসুবাই (২৮) এবং ওয়াফা আলসুবাই (২৫) নামে এই দুই বোন নিজেদের পাসপোর্টের ছবি টুইটারে পোস্ট করে জানিয়েছেন, ভিসা ছাড়াই সৌদি নাগরিকরা জর্জিয়া যেতে পারেন। একটি ভিডিয়ো আপলোড করে মাহা বলেছেন, ‘আমরা বিপদে।’ আর একটি ভিডিয়োয় এক তরুণী বলছেন, ‘কোনও নিরাপদ দেশে আশ্রয় চাই। দেশে ফিরলে মেরে ফেলবে।’ মেয়েটির মুখ দেখা যাচ্ছে না ভিডিয়োয়। ওয়াফা জানিয়েছেন, পরিবারের অত্যাচারে তারা দেশ ছেড়ে পালিয়েছেন। সৌদির দুর্বল আইন ব্যবস্থা তাদের রক্ষা করতে পারবে না।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, তারা বিষয়টির উপরে নজর রাখছে। জর্জিয়ার অভ্যন্তরীণ মন্ত্রণালয় বলছে, এখনও পর্যন্ত তাদের কাছে সাহায্য চাননি দুই তরুণী।

সৌদি যুবরাজ মুহম্মদ বিন সলমন নারী ক্ষমতায়নের কথা বললেও, সম্প্রতি একের পর এক তরুণীর সৌদি আরব ছেড়ে পালানোর ঘটনা প্রকাশ্যে আসছে। সকলেরই দাবি, পরিবারের হাতেই চূড়ান্ত অত্যাচারিত হতে হচ্ছে তাদের। গত বছর ভারতে পালিয়ে গিয়েছিলেন এক সৌদি রাজকুমারী। এ বছরের শুরুতে নাটকীয় ভাবে দেশ ছেড়ে পালান ১৮ বছরের সৌদি তরুণী রাহাফ মুহম্মদ আল-কুনুন। পরে কানাডা আশ্রয় দেয় তাকে। মার্চেও একই ঘটনা ঘটেছে। দুই সৌদি বোন হংকং পালিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়