শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ০৩:৫০ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলছে আগুন চলবে, শেখ হাসিনা জ্বলবে!

অসীম সাহা : শেখ হাসিনা ‘অবেধভাবে’ ক্ষমতায় এসে শান্তিতে থাকবে আর তারা বসে বসে বুড়ো আঙুল চুষবে, তিনি এটা ভেবে থাকলে মূর্খের স্বর্গে বাস করছেন! এ বছর আগুনের সূত্রপাত হয়েছিলো চকবাজার থেকে, তারপর গুলশান, এরপর একের পর এক আগুন লাগছেই। ধ্বংস হচ্ছে জীবন ও কোটি কোটি টাকার সম্পত্তি। এবার ক্ষমতায় আসার আগে তো এমন করে দুএকদিন পরই পরই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে ওঠেনি। তা হলে এ-বছর হঠাৎ করে কী হলো, আগুনের ডানা গজালো নাকি, যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে জায়গামতো গিয়ে পড়ছে আর সঙ্গে সঙ্গে আগুন মুহূর্তেই সবকিছু গ্রাস করে নিচ্ছে? এটা কিসের সঙ্কেত? অশনিসঙ্কেত নয় তো? শেখ হাসিনার উদ্দেশ্যে অগ্নিহুশিয়ারি?

মনে পড়ছে, দেশ স্বাধীন হবার পর ১৯৭৪ সালে তথাকথিত দুর্ভিক্ষের সময় একের পর এক পাটের গুদামে আগুন লাগার কথা। গুপ্তহত্যার কথা। বঙ্গবন্ধু সরকারকে বিব্রত করা ও ক্ষমতাচ্যুত করার ক্ষেত্র তৈরি করতে আমেরিকা ও পাকিস্তানের নেপথ্য সহযোগিতায় এমন ধরনের অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটেই চলেছিলো। এখন আগুন এবং ধর্ষণের ঘটনাকে তারই আলামত হিশেবে না দেখে উপায় নেই।

সরকার কতোটা সতর্ক জানি না; তবে এই ঘটনার কিন্তু এখানেই শেষ নয়। এটা চলতেই থাকবে। এটা ষড়যন্ত্রকারীদের এক ধরনের মিশন। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মিশন। এরসঙ্গে বাইরের অপশক্তি যেমন জড়িত আছে, তেমনি আছে নেত্রীর আশপাশের মীরজাফর, খন্দকার মোশতাকরা। যদি একক বিজয়ের আনন্দে উদ্বেল থেকে আবেগের আবেশে তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকেন, তা হলে বলবো, নেত্রী, এখন তার সময় নয়। চোখ-কান খোলা রাখুন। বিশ্বাসঘাতকদের শনাক্ত করুন। কারণ বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে হলে এখনই সময়, তাদের চিহ্নিত করার। আমাদের শুধু একটিই চাওয়া, আপনি এখন বাংলাদেশের মহাসমুদ্রে একমাত্র বাতিঘর, যাকে দেখে মুক্তিযুদ্ধের চেতনার প্রহরীরা দিকনির্দেশনা নিতে পারে। আপনার ভুল করা সুযোগ নেই, আবেগপ্রবণ হওয়ার সুযোগ নেই। কারণ আপনাকে বুঝতে হবে আপনি নেই মানে আমরা নেই, আমরা নেই মানে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নেই। আমরা তা হতে দিতে পারি না, আপনি তো ননই! মনে রাখবেন যে আগুন জ্বলছে সে আগুন জ্বলবেই। কিন্তু আপনাকে চলতে হবে, চলতেই হবে। কারণ আপনার বিকল্প এখন বাংলাদেশে আপনিই!

লেখক : কবি ও সংযুক্ত সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়