শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ০৪:১২ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দল গঠন নিয়ে আলোচনা বা গুঞ্জন বিশ্বকাপ আমেজেরই একটা অংশ বলে মনে করেন অঘোর মণ্ডল

সৌরভ নূর : একটা দল গঠনের সময় পক্ষে-বিপক্ষে যুক্তি থাকবে আবার অনেক ত্রুটি উঠে আসবে - এটা স্বাভাবিক। সবাইকে খুশি করার মতো দল পৃথিবীর কোনো দেশের নির্বাচকরাই তৈরি করতে পারেন না। কিন্তু নির্বাচকরা সবসময়ই সময়ের সেরা দলটি গঠন করার চেষ্টা করেন। এছাড়া একটা দল গঠন নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হওয়া বিশ^কাপ আমেজেরই একটা অংশ। একইসঙ্গে এটাও নির্দেশ করে বাংলাদেশ টিমের শক্তি বেড়েছে। সমমানের অনেকগুলো খেলোয়াড় এখন বাংলাদেশ টিমে রয়েছে। মনে রাখতে হবে দল বড় নয়, বড় ব্যাপার হলো দলের পারফরমেন্স। ক্রীড়া বিশ্লেষক অঘোর ম-ল বাংলাদেশ ক্রিকেট দল গঠন প্রসঙ্গে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ ক্রিকেট টিমে প্রথম ছয়জনকে নিয়েই মূলত ভিত্তি গঠিত হয়েছে। দলে সিনিয়র যারা আছেন তারাই মূলত ভরসা, কেননা নতুনরা দেশের বাইরে গিয়ে কতোটুকু খেলতে পারবে সেটা নিয়ে একটু সংশয় থেকে যায়। তারপরও আবার অনেকটা নির্ভর করে ভৌগোলিক আবহাওয়ার উপর। আমার মনে হয় ইংল্যান্ডের আবহাওয়া এবং মাঠ ব্যাটিংয়ের জন্য সহায়ক হবে। অন্যদিকে ইমরুল কায়েস নেই, তাসকিন নেই। নিজেকে তুলে ধরার যে একটা বড় প্ল্যাটফর্ম বিশ^কাপের মাঠ, সেই স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে হয়তো তাসকিন কাঁদছে, কিন্তু তাকে এবং ভক্ত-দর্শকদেরও মনে রাখতে হবে এর বিপরীতে নতুন একজন সুযোগ পাচ্ছে। তারপরও যে আর কোনো সুযোগ নেই তা বলা যাবে না।

সামনে এখনো অনেক সময় রয়েছে ডোমেস্টিক খেলা চলছে, সামনে ট্যুর রয়েছে, প্র্যাক্টিস ম্যাচসহ একটা লম্বা সময় পার করতে হবে, এর মধ্যে অপ্রত্যাশিত কোনো কারণে সিলেক্ট লিস্টের পরিবর্তন আনতে হতে পারে। যারা নির্বাচন করেছেন তারা নিশ্চয় এ বিষয়গুলো মাথায় রেখেই করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়