শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ০৪:১০ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম ইকবাল বললেন, সবার উচিত এখন দলটাকে সমর্থন করা

আমিরুল ইসলাম : বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানে তামিম ইকবাল বলেছেন, সবার উচিত এখন দলটাকে সমর্থন করা। বিশ্বকাপের আগে দলের সবাইকে সাহস জোগানো। সূত্র : ইত্তেফাক

বাঁহাতি এ ওপেনার বলেছেন, আমার মনে হয় এখন কে থাকা উচিত ছিলো বা কে থাকলে ভালো হতো, এই আলোচনা না করে যেই ১৫ জনকে নির্বাচন করা হয়েছে তাদের পুরোপুরি সমর্থন করা। দিন শেষে এটা বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। অমুকের জায়গায় অমুক থাকলে ভালো হতো, এমন কিছু করলে হবে কি, যারা সুযোগ পেয়েছে তারা মন ছোট করবে। আমরা চার বছর অপেক্ষা করেছি বিশ্বকাপের জন্য। এখন মন ছোট না করে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা উচিত। অবশ্যই বিশ্বকাপ এমন একটা মঞ্চ, সবাই জানি যে, ক্রিকেট বিশ্বে এটা সবচেয়ে বড় মঞ্চ। এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে তারকারা জন্ম নেয়। বিশ্বকাপে ভালো করলে আপনি এক রাতেই হয়তো সুপারস্টার বনে যাবেন। এটা সব তরুণ ক্রিকেটারের জন্যই বড় সুযোগ, তারা কতোটা ভালো সেটা দেখানোর জন্য।

বিশ্বকাপে কতোদূর যেতে পারবে বাংলাদেশ? প্রশ্নের জবাবে ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বলেছেন, ‘কতোদূর যাওয়া সম্ভব এটা আমি বলতে পছন্দ করি না। কারণ দশটা দল বিশ্বকাপ খেলছে। কোনো দল অংশগ্রহণ করার জন্য খেলছে না। সবাই যাচ্ছে জেতার জন্য। আমরাও যাচ্ছি জেতার জন্য। আমার কথা হলো আমরা পারি বা না পারি, আমাদের বিশ্বাস করতে হবে যে, আমরা জিততে পারি। এই বিশ্বাসটা নিয়েই আমাদের যেতে হবে। তিনি বলেন, এবারের বিশ^কাপে অবশ্যই ভারত ফেবারিট। ইংল্যান্ডও ফেবারিট। এখানে অনেক টিমই আছে তাদের আপনি সহজে নিতে পারবেন না। অস্ট্রেলিয়া আছে, পাকিস্তান আছে। আরও অনেক দল আছে। এটা নির্ভর করে ওই টুর্নামেন্টে কে ফর্মে আছে, দল হিসেবে। দেখি কী হয়, ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। এটা অনিশ্চয়তার খেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়