শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ০৩:১০ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা

সানজানা শ্রুতি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত নির্বাচনে ১৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ১০টি পদে জয় লাভ করে প্যানেলটি।

অপরদিকে সভাপতি ও চারটি সদস্য পদে জয়লাভ করে বিএনপি-জামায়াতপন্থী বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ সাদা প্যানেল।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুরেবী ভবনে চলে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক এ বি এম হামিদুল হক বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ৫০৮টি ভোট পেয়ে সাদা প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলা বিভাগের অধ্যাপক ড. খন্দকার ফরহাদ হোসেন পান ৪৩৯ ভোট। এছাড়া ৫২১ ভোট পেয়ে হলুদ প্যানেল থেকে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষক আশরাফুল ইসলাম খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি পরিসংখ্যান বিভাগের আমিনুল হক পান ৪৬৬ ভোট।

আওয়ামীপন্থী হলুদ প্যানেল থেকে অন্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক ড. মো. সাইয়েদুজ্জামান মিলন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রেজিনা লাজ, যুগ্ম সম্পাদক ড. সাজ্জাদ বকুল নির্বাচিত হন। সদস্য পদে আবুল কালাম আজাদ, শেখ শামসুল আরেফিন, এ এম শহীদুল আলম (লিটন), আজিজুর রহমান (শামীম), এ কে এম মাহমুদুল হক (টুটুল), রফিকুল ইসলাম (রয়েল) নির্বাচিত হন।

অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থী সাদা প্যানেল থেকে সদস্য পদে বিজয়ীরা হলেন- প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলতাফ হোসনে, জেনিটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন ও ফিশারিজ বিভাগের শিক্ষক ড. মোহা. ইয়ামিন হোসনে।

জানতে চাইলে নির্বাচন কমিশনার অধ্যাপক এ বি এম হামিদুল হক বলেন, ‘ নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়