শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ০২:৪৬ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুলার রিপোর্ট প্রকাশ, নির্বাচনে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের আঁতাতের প্রমাণ পাওয়া যায়নি

আসিফুজ্জামান পৃথিল, লিহান লিমা : ২০১৬ মালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে কথিত রুশ সংশ্লিষ্টতা নিয়ে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের প্রতিবেদনের সারসংক্ষেপ জনগনের জন্য প্রকাশ করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। গতকাল রাতে এই প্রতিবেদন নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন বার। প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে রুশ হস্তক্ষেপের সঙ্গে ট্রাম্পের সংশ্লিষ্টতার সরাসরি প্রমাণ মেলেনি। তবে তার সহযোগীরা জানতেন এতে ট্রাম্প উপকৃত হতে পারেন। আল-জাজিরা, বিবিসি, গার্ডিয়ান, সিএনএন।

সংবাদ সম্মেলনের পর ডিপার্টমেন্ট অব জাস্টিস মুলার রিপোর্টের সারসংক্ষেপ প্রকাশ করে। এই রিপোর্ট অনুযায়ী, রবার্ট মুলার রাশিয়ার সঙ্গে ট্রাম্পের জড়িত থাকার কোন মজবুত প্রমাণ পাননি। আবার ট্রাম্প একেবারেই নির্দোষ এরকম কোন তথ্যও নেই তার হাতে। মুলার এটি জানতে পেরেছেন, ট্রাম্পের নির্বাচনী সহযোগীরা জানতেন রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে ট্রাম্প উপকৃত হবেন। তবে ট্রাম্প বিষয়টি জানতেন কিনা সে বিষয়ে মুলার নিশ্চিত নন।

৪০০ পৃষ্ঠার প্রতিবেদন অনুযায়ী, মুলার জানতেন, প্রেসিডেন্টকে সমন পাঠানোর ক্ষমতা তার আছে। তবে তিনি এটি করেননি কারণ এতে তদন্তে দেরি হবে। প্রসিকিউটররাও মনে করেছেন তাদের হাতে যথেষ্ট নথি রয়েছে। এই প্রতিবেদনটি কংগ্রেস এবং সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে পাঠানো হয়েছে। ট্রাম্পের আইনজীবীরা এই প্রতিবেদনের ফলাফলকে প্রেসিডেন্টের জন্য পূর্ণাঙ্গ বিজয় বলে অভিহিত করেছেন।

সংবাদ সম্মেলনের সময় প্রতিবেদনের সংক্ষেপিত কপি হাতে নিয়ে বার বলেন, ‘মুলার প্রতিবেদনে উঠে এসেছে, ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের কোন আঁতাত ছিলো না। স্পেশাল কাউন্সেল নিশ্চিত করেছেন, ওই নির্বাচনে রুশ সরকার অবৈধভাবে হস্তক্ষেপ করলেও এর সঙ্গে ট্রাম্পের প্রচারণা শিবির বা অন্য কোন মার্কিনি কোন আঁতাত করেনি।’

তিনি আরো বলেন, ‘আমার মুলার প্রতিবেদন নিয়ে কোন অভিযোগ নেই।’ ব্লারের সংবাদ সম্মেলনের পর ট্রাম্প টুইটে গেম অব থ্রোনসের আদলে একটি ছবি পোস্ট করে বলেন, ‘খেলা শেষ’। এর আগে এক টুইটে ট্রাম্প বলেন, ‘এটি প্রেসিডেন্টকে হয়রানি।’ সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়