শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ০১:০৪ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্রুত রাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন

সানজানা শ্রুতি : দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে গ্রন্থাগারের সামনে থেকে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে মানববন্ধন করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। কিন্তু শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, সিনেট-সিন্ডিকেট নিবার্চন হচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য দেওয়া হচ্ছে না। প্রতিবছর রাকসু ও হল সংসদের ফি নেওয়া হলেও সে টাকা কোন খাতে ব্যয় করা হচ্ছে সেবিষয়ে প্রশানের কোন জবাবদিহিতাও করছে না।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ধীর গতিতে সংলাপ চালাচ্ছে তাতে কার্যকরী কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। এতে করে রাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনাস্থা তৈরি হচ্ছে। স্পষ্ট বুঝা যাচ্ছে রাকসু নির্বাচন না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এভাবে ধীরগতিতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সময় তারা দ্রুত রাকসু নির্বাচনের দাবি জানান।

এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়