শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:৫৯ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের আগের দিন ইয়াবাসহ ধরা খেলেন পাত্র!

সুজন কৈরী : রাজধানীর মতিঝিলের রহমান চেম্বারের সাততলায় বসুন্ধরা নামক কাস্টমস সিএন্ডএফ অফিসে অভিযান চালিয়ে সাড়ে ৫শ’ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। আটককৃতরা হলেন- সাগর খন্দকার, মনোয়ার হোসেন রাজু ও কাজী ফরহাদ।

বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) ব্যবসার আড়ালে ইয়াবার কারবার করছিলেন। তাদের মধ্যে সাগরের শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল।

ডিএনসির ঢাকা মেট্রো উপ অঞ্চলের সহকারী পরিচালক (এডি) মুহম্মদ খুরশিদ আলম বলেন, তথ্য পাওয়ার পর ডিএনসির গুলশান সার্কেলের কর্মকর্তারা প্রথমে ক্রেতা সেজে চক্রের মূলহোতাকে শনাক্তের চেষ্টা করছিলেন। একপর্যায়ে একজনের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করা হয়। এরপর ইয়াবা বিক্রেতাকে নজরদারিতে রাখা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে অনুসরণ করে বসুন্ধরা নামক ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে সাড়ে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, এই মাদক চক্রের মূল হোতা সাগর ঢাকা কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। এছাড়া আটক কাজী ফরহাদের কাছ থেকে প্রতিদিন খবর নামক একটি সংবাদ পত্রের আইডি কার্ড জব্দ করা হয়েছে। এতে তার পদবী উল্লেখ রয়েছে সাব-এডিটর হিসেবে।

খুরশিদ আলম বলেন, আটককৃতরা খুব সুক্ষèভাবে ইয়াবাগুলো কেনা-বেচা করে থাকেন। প্রতিষ্ঠানের একটি এ-ফোর সাইজের সাদা কাগজে ১শ’ পিস করে ইয়াবা পেস্টি করে তার উপর পাতলা টিস্যু পেস্টিং করা হয়। এরপর ভাজ করে এমনভাবে খামের ভিতরে করে দেয়া হবে যে, তা সাধারণভাবে বোঝার উপায় নেই। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়