শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৯ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবার কলকাতায় আইরিন

মহিব আল হাসান : বাংলাদেশি অভিনেত্রী আইরিন সুলতানা প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘শিবরাত্রি’। পরিচলনা করবেন রাজাদিত্য বন্দোপাধ্যায়। আগামী শনিবার (২০ এপ্রিল) থেকে ছবিটির শুটিং শুরু হবে। বিষয়টি জানিয়েছেন আইরিন নিজেই।

প্রথবার কলকাতার ছবিতে অংশ নিতে আগামীকাল শুক্রবার সন্ধায় কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। গত চার মাসে আগেই ছবিতে কাজের ব্যপারে চুক্তিবদ্ধ হয়েছেন। এছবিতে তিনি অঞ্জলি চরিত্রে অভিনয় করবেন। একজন স্বাধীনচেতা নারীর ভুমিকায়।

এ বিষয়ে আইরিন সুলতানা আমাদের সময় ডট কমকে জানান, ‘ছবিটির গল্প ভালো হওয়া এবং আমার চরিত্রটা পছন্দ হওয়ায় কাজ করার আগ্রহ প্রকাশ করি। ছবিতে আমি একজন স্বাধীনচেতা নারীর ভূমিকায় কাজ করতে যাচ্ছি। আশাকরি ছবির গল্পটা সবার ভালো লাগবে।
তিনি ছবিটি নিয়ে আরও বলেন, ‘জীবনের ঘনিষ্ঠ এসব বাক্য শুনে ভাববেন না যে ছবিটি শুধু রাজনীতির। ছবিতে ভালোবাসা আছে, সম্পর্কের টানাপোড়েন আছে, শোষণ-বঞ্চনার সঙ্গে এগিয়ে যাওয়ার গল্পও আছে।’

‘শিবরাত্রি’ গল্পের মূল ভাবনা পরিচালকের বাবা দেবাশিস বন্দোপাধ্যায়ের। গল্পের ভাবনায় বলা হয়েছে- পাহাড়ের কোল ঘেঁষা প্রায় জনবিরল গ্রাম সিতানপুর প্রায় আচমকাই পরিণত হয় মৃত্যুপুরীতে। একের পর এক খুন এবং মৃতদেহের পাশে পড়ে থাকা পোস্টারের কিছু লেখা ঘুম উড়িয়ে দেয় প্রশাসনের। সেখানে লেখা- আমি একটা যুদ্ধ লড়ছি। বলছি না তুমি আমায় সমর্থন কর। শুধু বলছি ভেবে দেখো, একটা মানুষকে কেন যুদ্ধ লড়তে হয়?

ছবিতে আরও অভিনয় করছেন কলকাতার সুমন বন্দোপাধ্যায়, রাজাদিত্য বন্দোপাধ্যায়, নবাগত আরিয়ান দত্ত, পার্থ সারথি কুমারসহ অনেকে। ব্যাকবেঞ্চার্স ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়