শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ১১:৫০ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নর্টজে থাকলেও দ. আফ্রিকার বিশ্বকাপ দলে নেই মাল্ডার

স্পোর্টস ডেস্ক: আগামী ৩০ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেটের বড় আসর বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো দক্ণি আফ্রিকা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার পর আজ বৃহস্পতিবার জোহানেসবার্গে এক জমকালো আয়োজনের মাধ্যমে ফাফ ডু প্লেসিসকে অধিনায়ক করে এই ঘোষণা করে প্রোটিয়া। এই স্কোয়াডে বাদ দেওয়া হয়েছে অলরাউন্ডার ওয়াইন মাল্ডারকে ও স্থান পেয়েছেন ভিড়িয়েছে পেসার অ্যানরিচ নর্টজে। কোটা পদ্ধতি অনুসরণ না করেই এবারের বিশ্বকাপ দল বাছাই করেছে দেশটি।

আইসিসি ওডিআই দলের র‌্যাঙ্কিংয়ে ৪ নম্বর অবস্থানে থাকা দ. আফ্রিকার একাদশে ওপেনিংয়ে কুইন্টন ডি ককের সঙ্গীর জন্য একাধিক বিকল্প রয়েছে অধিনায়কের হাতে। হাশিম আমলা ও এইডেন মারক্রাম দুইজনই দলে আছেন।

প্রোটিয়াদের একমাত্র উইকেটরক্ষক হিসেবে থাকছেন ওপেনার ডি কক। আর তার বিকল্প উইকেটরক্ষক হিসেবে হেনরিচ ক্লাসেন আলোচনায় থাকলেও ডাক পাননি। এই তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ১৪টি একদিনের ম্যাচে ২২.৮৮ ব্যাটিং গড়ে সংগ্রহ করেছেন ২৫১ রান। যা নির্বাচকদের সন্তুষ্ট করতে পারেনি। এছাড়া ব্যাটিং অর্ডারে আরো থাকছেন অধিনায়ক ডু প্লেসিস, অভিজ্ঞ জেপি ডুমিনি, ডেভিড মিলাররা। ডুমিনি বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সামর্থ্য রাখেন।

তাদের পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন সময়ের আলোচিত পেসার কাগিসো রাবাদা। সাথে থাকবেন অভিজ্ঞ ডেল স্টেইন, এন্ডিলে ফেহলুকওয়ায়ো, লুঙ্গি এনজিডি ও ডুয়াইন প্রিটোরিয়াস। দলের অন্যতম বড় ভরসা ইমরান তাহির। লেগ স্পিনে গত বিশ্বকাপের পর থেকেই দলের একজন নিয়মিত পারফর্মার তিনি। এই চার বছরে ওয়ানডে ক্রিকেটে ২৭.৪৬ গড়ে শিকার করেছেন ৯২ উইকেট। যেখানে তার ইকোনমিক রেট ৫ এর কম।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, ডেভিড মিলার, র‌্যাসি ভ্যান ডার ডুসেন, তাবরেজ শামসি, হাশিম আমলা, জেপি ডুমিনি, ইমরান তাহির, কাগিসো রাবাদা, এন্ডিলে ফেহলুকওয়ায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, অ্যানরিচ নর্টজে, ডেল স্টেইন, লুঙ্গি এনজিডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়