শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ১১:৩২ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মীরসরাইয়ে অর্থনৈতিক জোনে জমি প্রদানকারীদের ইলেকট্রিক প্রশিক্ষণ দিচ্ছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ

ইমাম হোসেন : দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে মীরসরাই উপজেলাস্থ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ অন্যতম। চট্টগ্রাম জেলার মীরসরাই, সীতাকুন্ড এবং ফেনী জেলার সোনাগাজী এলাকার সমন্বয়ে গঠিত এই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কার্য্যক্রম এর অগ্রগতি ও দক্ষ জনশক্তি সৃজনের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে এখানে বিদ্যুত সংযোগ প্রদান হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) থেকে ও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর উদ্যোগে উক্ত শিল্পনগর এলাকায় নির্মানাধীন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থানের জন্য দক্ষ জনবল তৈরীর লক্ষ্যে দক্ষ ইলেকট্রিশিয়ান ট্রেনিং আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজারশাহ্ জুলফিকার হায়দার (পিইঞ্জ) বৃহস্প্রতিবার সকাল ১০টায় চট্টগ্রাম পবিস-৩ এর নির্বাচিত কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ গনদের নিয়ে প্রথম ধাপে ৮৩ জন বেকার যুবকদের নিয়ে প্রশিক্ষণ উদ্বোধন করেন। অর্থনৈতিক জোন এলাকায় জমি প্রদানকারী পরিবার থেকে উক্ত বেকার যুবকগনদের মনোনিত করে প্রশিক্ষণ ফি ব্যতীত প্রাথমিকভাবে প্রায় ৩৫০ জন আবেদনকৃত প্রার্থীর মধ্য হতে ইতোপূর্বে ৩টি ব্যাচের প্রশিক্ষণ সূচি শুরু করা হয়।

পল্লী বিদ্যুতের স্থানীয় ডিজিএম আবু জাফর বলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর শুভ উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী জমি প্রদান করে যারা শিল্প নগর স্থাপনে সহযোগিতা করেছেন, তাদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে যারা জমি প্রদান করে শিল্পনগর স্থাপনে সহযোগিতা করেছেন, তাদের পরিবারের মধ্য হতে আবেদন সংগ্রহপূর্বক বর্তমানে ৪র্থ ব্যাচ প্রশিক্ষণ চলমান রয়েছে। চট্টগ্রাম পবিস-৩ কর্তৃক উক্ত প্রশিক্ষণ কার্যক্রম আগামী জুন’২০১৯ পর্যন্ত চলমান থাকবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক এছাড়া আরো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়